E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পদ্মায় ৫৭ শতাংশ মা ইলিশ ডিম ছেড়েছে

২০১৬ নভেম্বর ২১ ১৩:৩০:১১
পদ্মায় ৫৭ শতাংশ মা ইলিশ ডিম ছেড়েছে

রাজবাড়ী প্রতিনিধি : প্রজনন মৌসুমে পদ্মায় ৫৭ শতাংশ মা ইলিশ ডিম ছেড়েছে ।রাজবাড়ী জেলার উপর দিয়ে বহমান পদ্মা নদীতে নিজ উদ্যোগে জরীপ চালিয়ে এমন তথ্য পেয়েছেন রাজবাড়ী জেলা মৎস কর্মকর্তা  মোঃ মজিনুর রহমান। 

গতকাল (২০ নভেম্বর,২০১৬) তারিখে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জিনাত আরার সভাপতিত্বে উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলা মৎস কর্মকর্তা মোঃ এই তথ্য নিশ্চিত করছেন।

কিভাবে এই জরিপ তিনি পরিচালনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক ডঃ সৈয়দা নওশীন পর্নিনী এর প্রশ্নের জবাবে জেলা মৎস কর্মকর্তা মোঃ মজিনুর রহমান বলেন, প্রজনন মৌসুমে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভ্রামমাণ আদালতে উদ্ধারকৃত ১৩০ টি ইলিশ সংরক্ষণ করে সেখান থেকে পুরুষ এবং মা ইলিশ শনাক্ত করেছেন। মা ইলিশের উপর নিজ উদ্যোগে জরীপ পরিচালনা করে তিনি এমন তথ্য পেয়েছেন।

তিনি আরো বলেন, সারা দেশে এই প্রজনন মৌসুমে জেলারা সরকারি সহায়তা পেয়ে থাকলেও রাজবাড়ীর জেলেরা সেই সহায়তা থেকে বঞ্চিত। তিনি বলেন, রাজবাড়ীতে ৪৬২৫ জন জেলের তালিকা তৈরি করে উর্দ্ধতন কতৃপক্ষের কাছে পাঠিয়েছি। মৎস কর্মকর্তা আরো বলেন, এই বছর থেকে জেলেরা সরকারি সহায়তা পাবার বেশ সম্ভাবনা রয়েছে, যদি এর ব্যাতয় ঘটে তবে নিশ্চিত আগামী বছর থেকে জেলেরা সরকারি সহায়তার আওতায় আসবে।

সরকারি সহায়তার সংবাদে দৌলতদিয়া ইউনিয়নের জেলে হারুন মোল্ল্যা বলেন, যদি সরকারি সহায়তা পাই তবে আমাদের প্রজনন মৌসুমে আর ঝুঁকি নিয়ে পদ্মায় ইলিশ ধরতে হবে না। আমরা পরিবার পরিজন নিয়ে খেয়ে বাঁচতে পারবো।

হারুন মোল্ল্যা আরো বলেন, প্রকৃত জেলেরা যেন সরকারি সহায়তার আওতায় আসে সেই বিষয়টি সরকারকে নিশ্চিত করতে হবে।




(ডিবি/এস/নভেম্বর ২১, ২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test