E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জয়কে খাট উপহার দিতে চান কাঠমিস্ত্রী হারুন

২০১৬ নভেম্বর ২১ ১৪:২৩:১০
জয়কে খাট উপহার দিতে চান কাঠমিস্ত্রী হারুন

রামকৃষ্ণ সাহা রামা, নাগরপুর : মানুষ তার প্রিয়জনের জন্য কত কিছুইনা করে| অনেকেই আছেন যারা জীবনের সব সুখ বিসর্জন দিয়ে সম্রাট শাহজাহানের মতো রচনা করতে চান ইতিহাস| তেমনি বঙ্গবন্ধুর দৌহিত্র প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ভালবাসার নিদর্শন হিসেবে একটি খাট উপহার দিতে চান টাংগাইলের নাগরপুর উপজেলার ফার্নিচার কারিগর হারুনর রশিদ|

ফার্নিচার কারিগর হারুনের আদি নিবাস মাদারীপুর হলেও দীর্ঘ ১৮ বছর যাবৎ তিনি স্ত্রী সন্তানাদি নিয়ে বসবাস করছেন নাগরপুর উপজেলার কেদারপুরে| অশিক্ষিত এ লোকটি রাজনীতি না বুঝলেও ছোট বেলা থেকে বঙ্গবন্ধু ও তার আদর্শকে বুকে লালন করে দ~র থেকে ভালোবেসে চলছেন বঙ্গবন্ধুর পরিবারের প্রতিটি সদস্যকে| আর এ ভালোবাসা থেকেই সজীব ওয়াজেদ জয়ের জন্য তৈরি করেছন সুন্দর একটি নৌকা খাট|

বাহারী নকশা ও কারুকার্যমন্ডিত এ খাটের চারিদিকে রয়েছে দশটি নৌকা| তাই এর নাম দেওয়া হয়েছে নৌকা খাট| সাড়ে তিন বছর ধরে পরম যত্নের সাথে প্রায় ৫ লাখ টাকা খরচ করে তিনি তৈরি করেছেন এই খাটটি| দৃষ্টিনন্দন এ খাটটি দেখতে প্রতিদিন তার বাড়িতে ভীড় করছেন হাজারো মানুষ| হারুনর রশিদের বিরল এ ভালবাসা দেখে বিস্মিত এলাকার সব শ্রেণী পেশার মানুষ| তাদের দাবী স্থানীয় প্রশাসন যেন তার তৈরি খাটটি সজীব ওয়াজেদ জয়ের কাছে হস্তান্তর করে দেওয়ার ব্যবস্থা করে দেন|

কাঠমিস্ত্রী হারুন জানান বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি ভালবাসার নিদর্শন স্বরূপ আমি এই খাটটি তৈরি করেছি কিন্তু এখন দেখছি আমার ভালবাসা ও শ্রম বৃথা যাচ্ছে কারন ছয় মাস কেটে গেলেও এখন পর্যন্ত আমি খাটটি সজীব ওয়াজেদ জয়ের কাছে হস্তান্তর করতে পারিনি| আমার সাথে রাজনৈতিক নেতাদের সাথে সেরকম কোন সম্পর্ক নেই তাই বুঝতে পারছি না কিভাবে আমি আমার উপহারটি প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের কাছে পৌছে দিতে পারব|

স্থানীয় প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের নেতাদের কাছে আমার অনুরোধ তারা যেন আমার তৈরি খাটটি সজীব ওয়াজেদ জয়ের কাছে পৌছে দেওয়ার ব্যবস্থা করেন।

(আরএসআর/এএস/নভেম্বর ২১, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test