E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সশস্ত্র বাহিনী দিবসে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী

ভিশন ২০৪১ অনুযায়ী সমৃদ্ধশালী দেশ গড়ার অবিরাম চেষ্টা অব্যাহত থাকবে

২০১৬ নভেম্বর ২১ ২০:০৭:৫১
ভিশন ২০৪১ অনুযায়ী সমৃদ্ধশালী দেশ গড়ার অবিরাম চেষ্টা অব্যাহত থাকবে

টাঙ্গাইল প্রতিনিধি :কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঘোষিত ভিশন ২০২১ বাস্তবায়নের মাধ্যমে দেশকে জঙ্গিবাদ মুক্ত, দারিদ্র মুক্ত একটি আত্মনির্ভশীল দেশ হিসেবে গড়ে তোলার মধ্যদিয়ে ভিশন ২০৪১ অনুযায়ী মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত সমৃদ্ধশালী দেশে পরিণত করার অবিরাম চেষ্টা অব্যাহত থাকবে।

তিনি সোমবার বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাজ্জাদুল হক। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্তদের মুক্তিযোদ্ধাদের সংবর্ধিত করা হয়। পরে বিশাল আকৃতির একটি কেক কেটে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম, অনুপম শাহজাহান জয় এমপি, মনোয়ারা বেগম এমপি, টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম, কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরবিক্রম, সবুর খান বীরবিক্রমসহ খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধারা।

মতিয়া চৌধুরী আরো বলেন, ১৯৭১ সালে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সারা দিয়ে এদেশের বীর সন্তানেরা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। মুক্তিযুদ্ধকে বেগবান করার জন্য ২১ নভেম্বর এই দিনে আমাদের সশস্ত্র বাহিনীর বীরযোদ্ধারা আধাসামরিক বাহিনীর সদস্যগণ দেশ প্রেমিক জনতা সমন্বিতভাবে যুদ্ধ পরিচালনা কার্য শুরু করেন। এই সমন্বিত য্দ্ধু পরিচালনার ফলে ১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস অর্জিত হয়। এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২১ নভেম্বরকে সশস্ত্র বাহিনী দিবস ঘোষণা করেন।








(এমএনইউ/এস/নভেম্বর ২১, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test