E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

২০১৬ নভেম্বর ২২ ১৬:১৩:৫২
পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :উপজেলার মাছপাড়া ডিগ্রি কলেজ প্রাঙ্গনে গত ২১ নভেম্বর দুপুরে মাদক বিরোধী গণসচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পরিমল কুমার দেব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. ফরিদ হাসান ওদুদ, রাজবাড়ী পুলিশ সুপারের প্রতিনিধি পাংশা থানার ওসি এস.এম শাহজালাল, শিল্প মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মো. রফিক উদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক গোলাম কিবরিয়া, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল, মাছপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), রাজবাড়ী-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন মিয়া ও মাছপাড়া ইউপি মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল আলী মিয়া চাঁদ প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকার পরিচালক রাজিব মিনা। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদক বিরোধী এ সভা অনুষ্ঠিত হয়।


পাংশায় নিহত সাবেক ভাইস চেয়ারম্যান নাদের মুন্সীর স্মরণসভা অনুষ্ঠিত

সন্ত্রাসীদের গুলিতে নিহত পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও রাজবাড়ী জেলা কৃষক লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাদের মুন্সীর স্মরণসভা ও দোয়া মাহফিল গত ২১ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। পাংশা উপজেলা সচেতন নাগরিক সমাজ এ অনুষ্ঠানের আয়োজন করে।

সচেতন নাগরিক সমাজের আহবায়ক ও পাংশা প্রেসক্লাবের সভাপতি মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাসান আলী বিশ্বাস, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল, পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম শাহজালাল, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিত্ত রঞ্জন কুন্ডু, কালুখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুক্তিযোদ্ধা এ.কে.এম জয়নাল আবেদীন, পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদরাসার অধ্যক্ষ মীর আব্দুল বাতেন, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিবালোক কুন্ডু জীবন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও মরহুম নাদের মুন্সীর ছেলে মোস্তফা মাহমুদ (হেনা মুন্সী) প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তাগণ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং সামাজিক উন্নয়নে তার অবদানের স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা সচেতন নাগরিক সমাজের যুগ্ম আহবায়ক ও এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেন। অনুষ্ঠানে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পাঠ করেন অধ্যক্ষ মীর আব্দুল বাতেন।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২১ নভেম্বর কাচারীপাড়া নিজ গ্রামের বাড়ির অদূরে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নাদের মুন্সী। এ ঘটনায় এলাকায় সর্বস্তরের মানুষের মাঝে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়।

গত অক্টোবর মাসে পাংশা থানার ওসি এস.এম শাহজালালের নেতত্বে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মামলার ২নং আসামী ফখরুলকে গ্রেপ্তার করেন। এরআগে পাংশা থানার তৎকালীন ওসি আবুল বাশার মিয়া মামলার এজাহার নামীয় ৩জন ও সন্দিগ্ধ ৩জন মোট ৬জন আসামীকে গ্রেপ্তার করেন।

উক্ত আসামীরা অদালত থেকে জামিনে আছে। বর্তমানে মামলাটি সিআইডিতে আছে বলে জানা গেছে।



(এমএইচ/এস/নভেম্বর ২২, ২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test