E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নিরবিচ্ছিন্ন পরীক্ষা অনুষ্ঠানের জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে’      

২০১৬ নভেম্বর ২২ ১৮:৫৪:২২
‘নিরবিচ্ছিন্ন পরীক্ষা অনুষ্ঠানের জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে’      

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহীত উল আলম বলেছেন নিরবিচ্ছিন্ন ভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। শিক্ষার্থীরা যাতে কোন ধরনের সমস্যায় না পরতে হয় সে জন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিজস্ব সেচ্ছাসেবকের মাধ্যমে এ সেবা প্রদান করা হবে।

তিনি ২০১৭ সনের অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা উপলক্ষে আয়োজিত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন। ভিসি প্রফেসর ড. মোহীত উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিষ্টার,প্রক্টর, বিভিন্ন ভিাগের বিভাগীয় প্রধান, ছাত্র উপদেষ্টা ও ত্রিশালে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিসি মোহীূত উল আলম আরো বলেন পরিবহন সংকটে যাতে শিক্ষার্থীদের সমস্যা না হয় সে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পেশাল বাস সার্ভিসের ব্যবস্থা করেছে। যানজট নিরসনে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের প্রতি নির্দেশ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, যে এ বার পাচটি ইউনিটে ১৯টি বিভাগে ৩০ হাজার শিক্ষার্থী একহাজার চল্লিশটি আসনের জন্য প্রতিযোগিতা করবে।

(এমএন/এএস/নভেম্বর ২২, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test