E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারায়ণগঞ্জে অস্ত্রসহ আনসারুল্লাহ বাংলাটিমের ২ সদস্য আটক

২০১৬ নভেম্বর ২৩ ১১:০৯:৩৮
নারায়ণগঞ্জে অস্ত্রসহ আনসারুল্লাহ বাংলাটিমের ২ সদস্য আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি :চাপাতি-ছুরিসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের দুই সদস্যকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। মঙ্গলবার (২২ নভেম্বর) ভোরে তাদের আটক করা হয়েছে।

আটকরা হলো- ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া এলাকার ইদ্রিস আলী ছেলে আব্বাস আলী (২৭) ও রংপুর জেলার কাউনিয়া এলাকার সাহেব আলীর ছেলে সাব্বির হোসেন রাজু (২২)।
দুপুরে নারায়ণগঞ্জের আদমজীতে র‌্যাব-১১ এর সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমান্ডিং অফিসার লে. কর্ণেল কামরুল হাসান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আব্বাস আলী জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ২০১২ সালের ফেব্রুয়ারিতে ময়মনসিংহের নিজ গ্রাম ছনকান্দায় একটি ঘরোয়া ওয়াজ মাহফিলে জনৈক জসিমউদ্দিন রাহমানিয়ার বয়ানের পর থেকেই তার প্রতি আসক্ত হয়ে পড়ে। এছাড়া একটি গার্মেন্টে চাকুরী করার সুবাধে ফিরোজ ও সেলিম নামের দুইজনের সঙ্গে বই লেনদেনের মাধ্যমে ঘনিষ্টতায় আনসারুল্লাহ বাংলাটিমের সঙ্গে সম্পৃক্ত হন। পরে আব্বাসীকে আনসারুল্লাহ বাংলাটিমের ঢাকা বিভাগের সমন্বয়ক হিসেবে নিযুক্ত এবং বিভিন্ন স্লিপার সেলের সাথে সংযুক্ত করা হয়। ফেসবুকে ৬-৭ জনের গ্রুপ তৈরির মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ ও মাধ্যম হিসেবে ‘টোটানোটা’ ইমেইল ব্যবহার করতো।

অপরদিকে সাব্বির হোসেন রাজু ফেসবুকের কিছু গ্রুপের এডমিন ছিল। সে জিহাদী বই সংগ্রহ করে অন্যদেরকে দিয়ে এ ব্যাপারে উদ্বুদ্ধ করতো।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, সোশ্যাল মিডিয়া হতে আল কায়দার ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে দেশে জঙ্গি কার্যক্রম পরিচালনা করতো বলে আটকরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের অন্যতম লক্ষ্য ছিল কাশিমপুর কারাগারে হামলা করে তাদের নেতা জসিমউদ্দিন রাহমানীকে মুক্ত করা। সেজন্য তারা কাশিমপুর এলাকার কয়েকটি গ্রুপের সঙ্গে সমন্বয় করেছিল এবং সুযোগ পেলে হামলার অপেক্ষায় ছিল।

বিকল্প হিসেবে তারা রাস্তায় হামলা করে রাহমানীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। সেই সঙ্গে টার্গেট কিলিংয়ের জন্য আলোচিত ব্লগার ও তাদের ভাষায় কথিত নাস্তিকদের হত্যার পরিকল্পনা করেছিল। এসব কাজগুলো সম্পন্ন করতে অন্য জঙ্গি গ্রুপের সাথেও যোগাযোগ স্থাপন করে একত্রিত হওয়ার প্রচেষ্টা চালায় ও নিয়মিত বৈঠক করে সাংগঠনিক পরামর্শ করতো। তামিম আল আদনানি নামে তাদের একজন সদস্য বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করছে।
ওএস/এস/নভেম্বর ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test