E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাগরপুরে জোরপূর্বক ভূমি দখলের চেষ্টা

২০১৬ নভেম্বর ২৩ ১৪:৩৭:৪৪
নাগরপুরে জোরপূর্বক ভূমি দখলের চেষ্টা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ভূমি দখলের চেষ্টাকে  কেন্দ্র করে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গাংবিহালী গ্রামে।

এলাকা সূত্রে জানা যায়, উপজেলার গাংবিহালী গ্রামের হাজি মো. সৈয়দ আলীর মালিকানাধীন বিহালী খামার মৌজায় সিএস ১৯০, এসএ ২১৬, বিএস ১০৩৯ নং খতিয়ানের ১২৯০ ও ১২৯১ নং দাগে ৫৩ শতাংশ ভূমি প্রতিবেশী ইয়াদ আলী দীর্ঘদিন ধরে জবরদখলের চেষ্টা করে আসছে। উক্ত ভূমি রক্ষার্থে মো. সৈয়দ আলীর ছেলে মো. হারুন-অর রশীদ ও মো. মিজানুর রহমান বাদী হয়ে টাঙ্গাইলের নাগরপুর সহকারী জজ আদালতে দেওয়ানী কার্য্যবিধি আইনে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। জজ আদালত উক্ত ভূমিতে বিবাদী ইয়াদ আলী গংদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রবেশে নিষেধাজ্ঞা দেন। কিন্তু ইয়াদ আলী গং কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বাদী পক্ষকে প্রাণনাশের হুমকি দিয়ে উক্ত ভূমিতে জোড়পূর্বক প্রবেশের পায়তারা করছে। জমি দখলকে কেন্দ্র করে ওই এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মামলার বাদী মো. মিজানুর রহমান বলেন, বিহালী খামার মৌজাস্থ আমাদের নিজস্ব ভোগদখলীয় ৫৩ শতাংশ ভূমি প্রতিবেশী ইয়াদ আলী গং জবরদখলের চেষ্টা করলে উক্ত ভূমি রক্ষার্থে টাঙ্গাইলের নাগরপুর জজ আদালতে (দেওয়ানী কার্যবিধি আইনের ৩৯ আদেশের ৯ নিয়ম) অনুসারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করলে জজ আদালত প্রতিপক্ষ ইয়াদ আলী গংদের উক্ত ভূমিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন। ইয়াদ আলী গং কোর্টের নির্দেশ অমান্য করে আমাদের পরিবারের লোকজনদের প্রাণনাশের হুমকি দিয়ে পুনরায় জমি দখলের পায়তারা করছে। প্রতিপক্ষ এলাকার লাঠিয়াল প্রকৃতির লোক হওয়ায় আমাদের জীবনের ঝুঁকি চিন্তা করে নাগরপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এব্যাপারে নাগরপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সজল খান জানান, গাংবিহালী গ্রামের হাজি মো. সৈয়দ আলীর ছেলে মিজানুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে গত সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে।

(আরএসআর/এএস/নভেম্বর ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test