E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সখীপুরে যৌতুকের দাবিতে শ্বাশুড়ীকে পিটিয়ে হত্যা

২০১৬ নভেম্বর ২৩ ১৫:০৭:৩০
সখীপুরে যৌতুকের দাবিতে শ্বাশুড়ীকে পিটিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি :বিয়ের যৌতুকের দাবি মিটাতে না পারায় শ্বাশুড়ীকে পিটিয়ে হত্যা করেছে মেয়ের জামাই ও তার পরিবারের লোকজন। ঘটনাটি ঘটেছে সখীপুর উপজেলার নলুয়া দক্ষিণ পাড়া গ্রামে।

নিহত শ্বাশুড়ীর নাম জহুরা বেগম। সে বাসাইল উপজেলার বাংড়া জোরবাড়ি গ্রামের মেহের আলীর স্ত্রী।

বাসাইল উপজেলার বাংড়া জোরবাড়ি গ্রামের মেহের আলীর মেয়ে মরিয়ম আক্তারের গত ৮মাস আগে বিয়ে হয় সখীপুর উপজেলার নলুয়া দক্ষিণ পাড়া গ্রামের লাল মিয়োর ছেলে হাসান সজীব রাজিবের সাথে। কথা ছিল বিয়ের সময় তিন ভরি স্বর্ণ দেয়ার। কিন্তু বিয়ের সময় নগদে দুই ভরি স্বর্ণ দেয়া হয়। এরপর থেকেই বাকি এক ভরি স্বর্ণ দাবি করে স্বামীর পক্ষ। তারপর থেকে সিএনজি চালিত অটো রিক্সা ও বিদেশ যাওয়ার জন্য তিন দফা দুই লাখ টাকা দাবি করে রাজিবসহ তার পরিবারের লোকজন। যৌতুকের দাবি পূরণ করতে না পারায় বিয়ের পরই মরিয়মকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়া হয়। বার বার মরিয়মকে নিয়ে স্বামীর বাড়ি যায় মেহের আলী। কিন্তু তাড়িয়ে দেয়া হয় প্রতিবারই।

সর্বশেষ মঙ্গলবার বিকেলে মরিয়মের বাবা মেহের আলী ও মা জহুরা বেগম মেয়ে মরিয়ম আক্তারকে সাথে নিয়ে জামাই রাজিবদের বাড়িতে যান। যৌতুকের টাকা না দেয়ায় তাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। পরে রাজিব ও তার পরিবারের লোকজন মেহের আলী ও তার স্ত্রী- মেয়ের উপর চড়াও হয়। এলোপাথারী পিটিয়ে শ্বাশুড়ী জহুরা বেগমকে গুরুতর আহত করেন। পরে তাকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ডাক্তার মৃত ঘোষণা করে। ডাক্তার বলছেন, হাসপাতালে আসার আগেই তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে বুঝা যাবে কিভাবে মারা গেছে।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।










(এমএনইউ/এস/নভেম্বর ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test