E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে পা দিয়ে লিখে সমাপনী পরীক্ষা দিচ্ছে চান মিয়া

২০১৬ নভেম্বর ২৩ ১৫:১৮:৩৩
টাঙ্গাইলে পা দিয়ে লিখে সমাপনী পরীক্ষা দিচ্ছে চান মিয়া

টাঙ্গাইল প্রতিধিনি :টাঙ্গাইলের পা দিয়ে লিখে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিচ্ছে চান মিয়া নামে এক প্রতিবন্ধী। সে টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ২ নং ওর্য়াডের ফজলুল হকের  ছেলে। চান মিয়া প্রতিবন্ধী বিদ্যালয় চান্দশী ঘাটাইলের শিক্ষার্থী। সে ঘাটাইল উপজেলা সদরের ঘাটাইল সরকারী আদর্শ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরীক্ষা দিচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিবন্ধী চান মিয়া একটি বেঞ্চের উপড়ে পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছে। পা দিয়ে লিখতে তার কোন সমস্যা হচ্ছে না। তাকে দেখার জন্য অনেকেই সেখানে ভিড় করছিলেন।

চান মিয়ার মা রত্না বেগম বলেন, আমার ছেলের জন্য এই পৃথিবীতে কিছু একটা করে যেতে চাই। আমি আমার ছেলেকে কোন দিন প্রতিবন্ধী হিসেবে দেখিনি। ছেলেকে শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতে আমার চেয়ে তার বাবার উৎসাহ অনেক বেশী। বিদেশ থেকে প্রতিনিয়ত ফোন করে ছেলের খোঁজ নেয়।

তিনি আরো বলেন, জন্ম থেকেই তার এমন দুটি হাত বিকল। তাই সে পা দিয়ে পরীক্ষা দিচ্ছে। প্রতিবন্ধী হয়ে জন্ম নিলেও সন্তানের প্রতি যত্নের কোন কমতি ছিলো না আমার ।

এ বিষয়ে কথা হয় ঘাটাইল প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভজন চন্দ্র নাথের সাথে। তিনি বলেন, এ বছর আমাদের স্কুল থেকে ৪ জন শিক্ষার্থী পিএসসি পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে চান মিয়াও রয়েছে। সে পা দিয়ে পরীক্ষা দিচ্ছে। অন্য তিন জনের চেয়ে চান মিয়া নিয়মিত স্কুলে আসত এবং সে অনেক মেধাবী ছাত্র।

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কাশেম মোহাম্মদ শাহীন বলেন, আমি ওই স্কুলে পরিদর্শনে গিয়ে চান মিয়াকে দেখেছি। তার পরীক্ষা নিবিঘœ করতে কর্তপক্ষকে নিদের্শনা দেয়া হয়েছে।

(অারকেপি/এস/নভেম্বর ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test