E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যুব প্রতিমন্ত্রীর বাসায় আত্মহননকারী মিলনের বাড়িতে চলছে শোকের মাতম

২০১৬ নভেম্বর ২৩ ১৬:২৮:২৪
যুব প্রতিমন্ত্রীর বাসায় আত্মহননকারী মিলনের বাড়িতে চলছে শোকের মাতম

মাগুরা প্রতিনিধি:যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদারের ঢাকার বাসায় আত্মহননকারী গৃহপরিচালক মিলন টিকাদারের (১৮) মাগুরার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। বুধবার দুপুরে (বেলা ১২টায়) মাগুরার শালিখা উপজেলার পোড়াগাছী গ্রামে মিলনের বাড়িতে গেলে দেখা যায় দরিদ্র ভ্যান চালক পিতা বিজন টিকাদার ও মা স্বপ্না রাণী একমাত্র পুত্র মিলনের অকাল মৃত্যুতে ভেঙ্গে পড়েছেন। শোকে মুহ্যমান পিতা মাতা ও একমাত্র বোন গোলাপীর আহজারিতে প্রতিবেশীরাও চোখের পানি ধরে রাখতে পারছেন না।

মিলনের পিতা বিজন টিকাদার জানান, তিন বছর ধরে মিলন একই এলাকার প্রতিমন্ত্রী বীরেন শিকদারের ঢাকার বাসায় কাজ করছিল। এর আগে শালিখা উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেনের বাসায় কাজ করাকালে তুচ্ছ ঘটনায় মিলন বিষ পান করেছিল। পরে আরও একবার বাড়িতে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে। ওই সময়ে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। পিতা বিজন টিকাদার আরও জানান, মিলন খুবই অভিমানী এবং মেয়েলী স্বভাবের আচার আচরণে অভ্যস্ত ছিল। মেয়েদের পোশাকে নাচ গান করে হাসি আনন্দে সবাইকে মাতিয়ে রাখতো মিলন।


সদ্য সমাপ্ত কাত্যায়নী পূজায় প্রতিমন্ত্রীর সাথে বাড়িতে এসেছিল মিলন। বরাবরের মতই নাচ গান করে সময় কাটিয়ে গেছে। কার উপর অভিমান করে মিলন আত্মহত্যা করল তা কিছুই অনুমান করতে পারচ্ছেন না মিলনের মা-বাবা। তবে এ নিয়ে তাদের কোন অভিযোগও নেই কারও বিরুদ্ধে । কারণ সামান্য ঘটনায় মিলন আত্মহত্যার চেষ্টা করেছেও ইতিপূর্বেও।

মিলনের নিকট প্রতিবেশী নির্মল বিশ্বাস উত্তরাধিকার৭১বলেন, শৈশব থেকেই খুবই আবেগ প্রবণ মিলন চালচলনে মেয়েলী স্বভাবের ছিল। সামান্যতেই সে ইতোপূর্বে তামাকের গুল ও কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করলে আমরা চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলি। মিলনের মৃত্যুতে প্রতিবেশীরাও খুবই মর্মাহত।

পারিবারি সূত্রে জানা গেছে, ঢাকায় মিলনের লাশের ময়না তদন্ত শেষে মাগুরার বাড়িতে লাশ এনে সৎকারের ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, প্রতিমন্ত্রী বীরেন শিকদারদের ঢাকার সরকারি বাসভবনে গৃহ পরিচালক মিলন মঙ্গলবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।



(ডিসি/এস/নভেম্বর ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test