E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোসাল মিডিয়া এওয়ার্ড পেলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা

২০১৬ নভেম্বর ২৯ ১৫:১১:২০
সোসাল মিডিয়া এওয়ার্ড পেলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা

মোস্তাফিজ নোমান : সবুজ ত্রিশাল গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের হাতে একযোগে তিন লক্ষ পাঁচ হাজার চারা বিতরণ করে পরবর্তীতে ট্রি  হেলড কার্ডের মাধ্যমে গাছের পরিচর্যা ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করায় ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে সেরা উপজেলা নির্বাহী কর্মর্তা হিসেবে এওয়ার্ড পেলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক অংশগ্রহন ও ভুমিকা নেওয়ায় এ এওয়ার্ড প্রদান করা হয়।

প্রদান অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে কমিশনার জিএম সালেহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এওয়ার্ড প্রদান করেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন স্বমন্বয় ও সংস্কার সচিব এন এম জিয়াউল আলম, ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, এটুআই এর সিমিয়র কর্মর্তা মানিক মাহমুদ সহ ময়মনসিংহ বিভাগের জেলা প্রশাসকগন ও বিভাগীয় কর্মকর্তাবৃন্ধ। এ ছাড়াও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও এ২আই প্রকল্পের মাধ্যমে ত্রিশাল উপজেলা প্রশাসনকে বাংলাদেশের এই প্রথম উপজেলাগুলোর মধ্যে ত্রিশাল উপজেলা প্রশাসনকে সেরা স্বীকৃতি প্রদান করা হয়।

জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবু নাছের চৌধুরী,প্রধান মন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব আবু কালাম আজাদ ও কেবিনেট সচিব মোঃ শফিউল আলম যৌথ স্বাক্ষরে এ সার্টিফিকেট প্রদান করে।

এ ব্যপারে প্রধান মন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব আবু কালাম আজাদ তার এটুআই পেইজে বলেন সবুজ ত্রিশাল গড়ার লক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে প্রায় দেড় লাখ শিক্ষার্থীকে একত্র করে এবং দু লাখেরও বেশী জনগনকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত করে যে সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন ত্রিশাল উপজেলা প্রশাসন এটাকে কাজে লাগিয়ে সারাদেশে সফল ভাবে বাস্তবায়ন সম্ভব। বাংলাদেশে এই প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে সফলতায় প্রথম স্থান অধিকার করে।

এ ব্যপারে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন বলেন উপজেলার ২৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৩০৫,০০০টি গাছের চারা বিতরণ করা হয়। একটি বনজ,একটি ফলজ ও একটি ঔষধি গাছ ১ অক্টোবর শিক্ষার্থীদের হাতে তোলে দেয়া হয়। গাছের চারা বিতরণের পাশাপাশি পরিচর্যা মনিটরিংয়ের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে “তোমার গাছটি কেমন আছে” শিরোনামে হেলথ কার্ড বিতরণ করা হয়।“সবুজ ত্রিশাল” প্রোগামটি ফেইসবুকে ব্যাপক ভূমিকা রাখায় প্রধানমন্ত্রীর কার্যালয় ধ২র থেকে ত্রিশাল উপজেলাকে দেয়া হলো সোশ্যাল মিডিয়া ক্যাটাগড়িতে সেরা পুরস্কার। প্রায় ৫০০ উপজেলা নির্বাহী অফিসার/ উপজেলা প্রশাসন এর মধ্যে ত্রিশালই প্রথম সোশ্যাল মিডিয়া এ্যাওয়ার্ড পেল।

(এমএন/এএস/নভেম্বর ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test