E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘জনগণ শান্তিতে ঘুমাবে, আমি রাত জেগে পাহারা দিব’

২০১৬ নভেম্বর ২৯ ১৫:৩৪:২৭
‘জনগণ শান্তিতে ঘুমাবে, আমি রাত জেগে পাহারা দিব’

দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী : জনগণ শান্তিতে ঘুমাবে আমি রাত জেগে পাহারা দিব। আজ বালিয়াকান্দি উপজেলা হলরুমে বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে এমন কথা বলেছেন বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম পিপিএম। তিনি বলেন শীতকালীন সময়ে সাধারণত চুরি ডাকাতির সংখ্যা বৃদ্ধি পায়। তিনি বলেন বালিয়াকান্দির শান্তিপ্রিয় শ্রমজীবি মানুষ দিনের কাজ শেষে রাতে একটু শান্তিতে ঘুমায়।

এ সময় নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। তিনি বলেন আমি নিজ উদ্যোগে প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিভিন্ন স্থানে টহল পুলিশ হিসাবে দায়িত্ব পালন করছি। সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যানদের উদ্দেশে বলেন, জনগণের নিরাপত্তা সর্বাগ্রে নিশ্চিত করতে হবে। আপনারা আমাকে সহযোগিতা করবেন। তিনি বলেন আপনারা প্রত্যেক ওয়ার্ডে পাহারার ব্যবস্থা করে আমাকে সহায়তা করবেন।

অফিসার ইনচার্জের এমন কর্মকান্ডে বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশের বর্তমান অবস্থা বিবেচনা করে পুলিশ কর্মকর্তার এমন উদ্যোগ প্রশংসার দাবিদার।

বালিয়াকান্দি অফিসার ইনচার্জের এমন পদক্ষেপে বহরপুর ইউনিয়নের গফুর মন্ডল বলেন, পুলিশের একার পক্ষে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাঁর উদ্যোগে যদি প্রত্যেক ইউনিয়নের এবং ওয়ার্ডে পাহাড়ার ব্যবস্থা করা যায় এবং পুলিশ দেখভাল তবে বালিয়াকান্দি হবে শান্তিপূর্ণ একটি উপজেলা।

(ডিবি/এএস/নভেম্বর ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test