E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গাপুরে বালু উত্তোলনকারী ড্রেজার শ্রমিকদের সড়ক অবরোধ

২০১৬ নভেম্বর ৩০ ১৮:২০:৩০
দুর্গাপুরে বালু উত্তোলনকারী ড্রেজার শ্রমিকদের সড়ক অবরোধ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জেলার দুর্গাপুরে ড্রেজার শ্রমিক সমিতির আয়োজনে দুর্গাপুর-শ্যামগঞ্জ রাস্তায় বিরিশিরি ব্রীজের উপর ভাত চাই কাজ চাই এ দাবিতে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত সকল প্রকার যানবাহন অবরোধ করে রাখে।

বুধবার দুর্গাপুর সোমেশ্বরী নদীতে বালু উত্তোলনের জন্য সরকারিভাবে ইজারা প্রাপ্ত হয়ে উত্তোলনকৃত বালু পরিবহনে সম্পুর্নভাবে বাঁধা প্রাপ্ত হওয়ায় ড্রেজার শ্রমিকরা অবরোধে অংশগ্রহন করে। ঘটনাস্থলে গিয়ে জানাযায়, বিরিশিরি পিসিনল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের পাশের সড়ক ও জনপথের রাস্তা থাকায় স্কুল কর্তৃপক্ষ বনাম সওজ এর মধ্যে জায়গার সীমানা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিবাদ থাকায় স্কুল কর্তৃপক্ষ সওজের সংযোগ স্থলে ইট পাথর দিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করার ফলে ড্রেজার শ্রমিকদল মানবেতর জীবন যাপন করছে। এরই পরিপ্রেক্ষিতে শ্রমিকরা বন্ধ রাস্তাটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার দাবিতে এই অবরোধ করে।

উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ বলেন, যেহেতু বিষয়টি নিয়ে আদালতে মামলা রয়েছে তাই স্কুল কর্তৃপক্ষ ও সওজের সাথে কথা বলে ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে যতদ্রুত সম্ভব যান চলাচলের জন্য খুলে দেওয়ার আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়।

(এনএস/এএস/নভেম্বর ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test