E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পত্নীতলায় হালিমনগর বধ্যভূমি দিবস পালন ও শ্রদ্ধা নিবেদন

২০১৬ ডিসেম্বর ০১ ১৫:৩৭:৩০
পত্নীতলায় হালিমনগর বধ্যভূমি দিবস পালন ও শ্রদ্ধা নিবেদন

নওগাঁ প্রতিনিধি : বুধবার সকাল ১০টায় নওগাঁর পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের হালিমনগর ‘আদিবাসী বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ পরিষদ’ আনুষ্ঠানিকভাবে বধ্যভূমিতে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে।

এদিন সকালে ওই এলাকার অসংখ্য আদিবাসী জনগোষ্ঠির লোকজন উক্ত স্থানে উপস্থিত হয়ে ২০১৪ সালে নির্মিত একটি বেদিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত জনতা সেখানে দাঁড়িয়ে ১মিনিট নীরবতা পালন করেন। পরে বধ্যভূমি স্মৃতি সংরক্ষন পরিষদের সভাপতি শ্রী রমেন চন্দ্র বর্মনের সভাপতিত্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ১৯৭১সালে পাকিবাহিনীর হাতে মুক্তিকামী ৩৬ আদিবাসীকে নির্মম ভাবে খুন করে একই গর্তে পুতে রাখা হয়। নিহত সেই মুক্তিকামী শহীদ আদিবাসীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন, নির্মইল ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ, পত্নীতলা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ও আদিবাসী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র দে, বধ্যভূমি স্মৃতি সংরক্ষন পরিষদের সাধারণ সম্পাদক ঘটনার স্বাক্ষী মিঃ গুলু মুর্মু, নিরমইল ইউপি আওয়ামীলীগের সম্পাদক মজিবর রহমান প্রমুখ। এসময় ওই অনুষ্ঠানে বধ্যভূমিতে শহিদ জোনা টুডুর ছোট ভাইয়ের স্ত্রী, শেফালী মাড্ডি, মুন্সী টুডুর ছেলে সাগর টুডু, কৃষ্ণ টুডু, নাতী নিরেন টুডুসহ অসংখ্য আদিবাসী নারী পুরুষ উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য ১৯৭১সালের ৩০ নবেম্বর ওই স্থানে পাকিস্তানী বাহিনী ও তাদের দোসররা এলাকার মুক্তিকামী ৩৬জন আদিবাসী মানুষকে ধরে এনে ব্রাশ ফায়ার করে একই খালে তাদেরকে মাটি চাপা দিয়ে হত্যা করেছিল।

(বিএম/এএস/ডিসেম্বর ০১, ২০১৬)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test