E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে সরকারি যানবাহন

২০১৬ ডিসেম্বর ০২ ১৮:১৭:২৯
খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে সরকারি যানবাহন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলায় খোলা আকাশের নিচে বছরের পর বছর পড়ে থেকে নষ্ট হচ্ছে সরকারি এ্যাম্বুলেন্সসহ যানবাহন। অবস্থা দৃষ্টে মনে হয়, এগুলো দেখার কেউ নেই, কোন মুল্যও নেই।

খোঁজ নিয়ে জানা যায়, সরকারি হাসপাতালের এ্যাম্বুলেন্স ও উপজেলা নির্বাহী অফিসারের জিপ গাড়ী প্রায় ৯ বছর যাবত অরক্ষিত অবস্থায় খোলা আকাশের নিচে পড়ে রয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের সরকারি বাসভবনের সামনে জিপ গাড়ী ও সরকারি হাসপাতালের সামনে এ্যাম্বুলেন্সটি পড়ে রয়েছে। লাখ লাখ টাকার সরকারি সম্পত্তি এ ভাবে নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র অবহেলার কারণে।

এ বিষয়ে উপজেলা মাসিক সমন্বয় সভায় বিষয়টি উত্থাপিত হলেও কোন সমাধান হয়নি। ২০০৮ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর প্রায় ৩৮ লাখ টাকা মূল্যের পাজেরো জিপ গাড়ীটি উপজেলা নির্বাহী অফিসারকে প্রদান করার পর থেকে উপজেলা নির্বাহী অফিসারের পুরনো জিপ গাড়ীটি অযত্ন অবহেলায় খোলা আকাশের নিচে পড়ে রয়েছে। তেমনি নতুন এ্যাম্বুলেন্স পাওয়ার পর থেকে পুরনো এ্যাম্বুলেন্সটি পড়ে রয়েছে।

এছাড়া থানার সামনে আটককৃত ১০/১২টি মটরসাইকেল অবহেলায় অযত্নে খোলা আকাশের নিচে পড়ে রয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, আমার কিছু করার নাই। বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষের। কিন্তু জায়গা না থাকার কারণে এভাবে পড়ে রয়েছে। আমরা বার বার তাগাদা দেয়া সত্ত্বেও আজ পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি।

(বিএম/এএস/ডিসেম্বর ০২, ২০১৬)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test