E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়লেখায় মুক্ত দিবস পালন

২০১৬ ডিসেম্বর ০৬ ২১:০০:৩৬
বড়লেখায় মুক্ত দিবস পালন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে (৬ ডিসেম্বর) মঙ্গলবার ‘বড়লেখা মুক্ত দিবস’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বড়লেখা প্রেসক্লাব, নজরুল একাডেমী ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র যৌথ উদ্যোগে সকালে পৌরশহরে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ছাড়াও এমএইচএস সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাতাকুড়ি শিশু কিশোর থিয়েটার বড়লেখার শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেন। র‌্যালী পরবর্তী সদর ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস। সভায় নজরুল একাডেমীর উপদেষ্টা মছরুর আলম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এপিপি গোপাল দত্ত, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম তখন, সুরত আলী, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, শিক্ষক মাকসুদুর রহমান, মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, দৈনিক যায়যায়দিন বড়লেখা প্রতিনিধি সুলতান আহমদ খলিল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক মুহাম্মদ শাহজাহান, সদস্য সচিব শুভাশিষ দে শুভ্র, মুক্তিযোদ্ধা সন্তান শামীম আহমদ প্রমুখ।

এ সময় বড়লেখা ডিগ্রি কলেজের প্রভাষক সফিউল আলম, উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আপ্তাব আলী, সাংবাদিক লিটন শরীফ, আব্দুর রব, ইকবাল হোসেন স্বপন, নজরুল একাডেমীর উপদেষ্টা জুনেদ রায়হান রিপন, সাধারণ সম্পাদক মিলন দে, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, দৈনিক ইত্তেফাকের বড়লেখা প্রতিনিধি তপন কুমার দাস, সবুজ সিলেট প্রতিনিধি এ.জে লাভলু, উত্তর শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, পাথাকুড়ি শিশু কিশোর থিয়েটারের সভাপতি তাজুল ইসলাম, এমএইচএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তোফাজ্জল হোসেন শান্ত, মুক্তিযোদ্ধা সন্তান ইমান উদ্দিন বলাই, আলতাফ হোসেন মাসুম, রিফাত আহমদ, ইমান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে সকল মুক্তিযোদ্ধা, বেঙ্গল রেজিমেন্ট, পুলিশ, ইপিআর, আনসারসহ মিত্র বাহিনীর সৈনিক ও সেনা কর্মকর্তা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ও আত্মার শান্তি কামনা করা হয়।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের আক্রমণে নাকাল হানাদাররা বড়লেখা ছাড়তে বাধ্য হয়। ৬ ডিসেম্বর ভোরে বড়লেখা সম্পূর্ণ শত্রুমুক্ত হয়। পরে বর্তমান উপজেলা পরিষদের সামনে এক বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়।

(এলএস/এএস/ডিসেম্বর ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test