E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধ উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভা

২০১৬ ডিসেম্বর ০৭ ১৭:২৩:৪৪
কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধ উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : “উপকূলীয় বেড়িবাঁধ উন্নয়ন প্রকল্পের পরিবেশগত প্রভাব প্রশমনের উপায় ও ব্যবস্থাপনা নিরূপণ” বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে  কলাপাড়া উপজেলা পরিষদের সভাকক্ষে পানিসম্পদ মন্ত্রণালয়ভূক্ত ট্টাস্টি সংস্থা সেন্টার ফর এনভায়রনন্টোল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস)এ সভার অয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সাদিকুর রহমান সভাপতিত্বে সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মুল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশবিদ ড. আশ্রফুল আলম। বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার, পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সিইজিআইএস’র জুনিয়র স্পেশালিষ্ট মোবশেফ বিণ আনসারী, বিশ্বব্যাংকের প্রতিনিধি মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান আঃ সালাম শিকদার, অধ্যাপক মনঞ্জুরুল আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ইয়াসিন আলী প্রমুখ।

বক্তারা সমুদ্র উপকূলবর্তী কলাপাড়া উপজেলায় মানুষের জানমাল কৃষি রক্ষায় ও দুর্যোগে মোকাবেলায় টিকসই বেড়িবাঁধ নির্মাণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন।

(এমকেআর/এএস/ডিসেম্বর ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test