E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনে বন্দুকযুদ্ধে ২ বনদস্যু নিহত, ১১টি অস্ত্র ও ২২৭ রাউন্ড গুলি উদ্ধার

২০১৬ ডিসেম্বর ০৭ ১৭:৫২:৩৭
সুন্দরবনে বন্দুকযুদ্ধে ২ বনদস্যু নিহত, ১১টি অস্ত্র ও ২২৭ রাউন্ড গুলি উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে পূর্ব সুন্দরবনে বনদস্যু বাহিনীর সাথে র‌্যাবের বন্দুকযুদ্ধে দুই দস্যু নিহত হয়েছে। র‌্যাব সদস্যরা এসময় বনদস্যু বাহিনীর ফেলে যাওয়া ১১টি আগ্নেয়াস্ত্র ও ২২৭ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাধি উদ্ধার করেছে র‌্যাব। বুধবার সকালে সুন্দরবনে শরনখোলা রেঞ্জের দুধমুখি বাদামতলা খাল এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলো বনদস্যু শামসু বাহিনীর সদস্য আল আমিন (৩৫) ও হোসেন মোল্লা (৩০)। এদের বিস্তারিত পরিচয় জানাতে না পারেনি জেরেদের উদ্ধৃত করে র‌্যাব জানায় নিহত দুই বনদস্যুর বাড়ী বাগেরহ্ট জেলায়।

র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে র‌্যাব-৮ এর একটি দল বুধবার সকালে সুন্দরবনের শরনখোলা রেঞ্জের দুধমুখি খালের বাদামতলা এলাকায় অভিযান শুরু করে। এসময়ে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গুলি বর্ষন শুরু করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়।

ঘন্টাব্যাপী দু’পক্ষের মধ্যে গোলাগুলির একপর্যায়ে বনদস্যুরা বনের গহীন অরন্যে পালিয়ে গেলে র‌্যাবের সদস্যরা সেখানে তল্লাশী শুরু করে। এ সময়ে সুন্দরবনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ১১ টি আগ্নেয়াস্ত্র ও ২২৭ রাউন্ড গুলি এবং দুই বনদস্যুর মৃতদেহ উদ্ধার করে। পরে স্থানীয় জেলেরা নিহত দুইজনকে আল আমিন ও হোসেন মোল্লা নামের শামসু বাহিনীর বনদস্যু বলে সনাক্ত করে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবরুদের মধ্যে রয়েছে, ২টি দোনালা বন্দুক, ৪টি বিদেশী একনালা বন্দুক, ১টি বিদেশী পয়েন্ট টুটু বোর রাইফেল, ২টি এয়ার রাইফেল, ২টি এলজি, ৩০ রাউন্ড ১২ বোর রাইফেলের গুলি, ৫০ রাউন্ড পয়েন্ট টুটু বোর রাইফেলের গুলি, এয়ার রাইফেলের গুলি ৯৬ রাউন্ড, বন্দুকের ফায়ারকৃত কার্তুজের খোসা ৫১টি। এছাড়াও ঘটনাস্থল থেকে ১টি ক্যাবলসহ সোলার প্যানেল, ১টি ১২ ভোল্টের লুকাস ব্যাটারী, বিপুল পরিমান লেমিনেটিংকৃত চাঁদা আদায়ের কার্ড, ব্যবহ্নত কাপড়, বিপুল পরিমান রশদ সামগ্রী এবং তৈজষপত্র উদ্ধার করা হয়। ধ্বংস করে দেয়া হয় বনদস্যু শামসু বাহিনীর সদস্যদের ব্যবহৃত একটি আস্তানা।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদুল জলিল জানান, পুলিশ ঘটনাস্থলল থেকে নিহত দুই বনদস্যুর লাশ উদ্ধার করেছে। উদ্ধারকৃত আস্ত্র ও গোলাবারুদসহ অন্যান্য মালামাল র‌্যাবের পক্ষ থেকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৮ এর ডিএডি আনোয়ার হোসেন বাদী হয়ে বিকালে শরণখোলা থানায় আস্ত্র ও সরকারী কাজে বাধা প্রদানের অভিযোগ এন দুটি মামলা দায়ের করা হয়েছে। লাশ দুটির বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

(একে/এএস/ডিসেম্বর ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test