E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় ৩ লাখ ৩৮ হাজার ৫শ’ ৬৮ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হলো

২০১৬ ডিসেম্বর ১০ ১৭:২৩:৪৪
নওগাঁয় ৩ লাখ ৩৮ হাজার ৫শ’ ৬৮ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হলো

নওগাঁ প্রতিনিধি : শনিবার সারাদেশের মত নওগাঁতেও শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হলো। এদিন সকালে নওগাঁ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে’১৬ (দ্বিতীয় রাউন্ড) শিশুদের ক্যাপসুল খাইয়ে উদ্বোধন করেন, জেলা বিএমএর সভাপতি ডা. মোঃ হাবিবুর রহমান।

এ সময় নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুর রহমানসহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নওগাঁ জেলায় এবার ২ হাজার ৬শ’ ১১টি কেন্দ্রে প্রায় ১৪ হাজার স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে ৬ মাস থেকে ১১ মাস বয়সের ৩৩ হাজার ৩৪ জন শিশুকে ১টি করে নীল রংয়েরএবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ৩ লাখ ৫ হাজার ৫শ’ ৩৪ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ’এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

অপরদিকে সকাল সাড়ে ১০টায় জেলার নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রের নতুন ভবনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসাবে কর্মসূচীর উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক।

(এনএস/এএস/ডিসেম্বর ১০, ২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test