E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে পোশাক কারখনায় আগুন, আহত অর্ধ শতাধিক

২০১৬ ডিসেম্বর ১২ ১৮:১৯:২৬
গাজীপুরে পোশাক কারখনায় আগুন, আহত অর্ধ শতাধিক

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরের সালনা এলাকায় বীকন নিটওয়্যার নামের একটি পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অর্ধ শতাধিক শ্রমিক আহত হয়েছে। সোমবার সকালে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

গাজীপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. রফিক উদ্দিন জানান, তারা কারখানায় পৌঁছানোর আগেই ৬তলা ভবনের ২য় তলায় সৃষ্ট আগুন শ্রমিকরা নিভিয়ে ফেলেন।

এ সময় আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অর্ধ শতাধিক শ্রমিক আহত হয়েছে। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে কর্তৃপক্ষ।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি কার্টনে আগুন ধরে গিয়ে ধোঁয়া সৃষ্টি হলে আগুনের সাইরেন বাজানো হয়। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে কারখানার শ্রমিকরাই ওই আগুন নিভিয়ে ফেলেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভুষন জানান, সকাল থেকে হাসপাতালে ওই কারখানার আহত ৫৫জন শ্রমিক চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে গুরুতর সাত জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে এবং ১৯ জনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও বাকি ২৯ জন শ্রমিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

(আরএইচ/এএস/ডিসেম্বর ১২, ২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test