E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গাপুরে নানা আয়োজনে বিজয় দিবস পালিত

২০১৬ ডিসেম্বর ১৬ ১৭:০৩:০৩
দুর্গাপুরে নানা আয়োজনে বিজয় দিবস পালিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, মাঠে কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা,সাংস্কৃতিক পরিবেশনা।

প্রথম প্রহরে পৌর শহরের শহীদ বেদীতে মানুষের ঢল নামে। একাত্তরের বীর শহীদসেনাদের ফুলেল শ্রদ্ধা জানান তারা। শহীদ বেদীতে উপজেলা আওয়ামীলীগ,বিএনপি, সিপিবি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার প্রতিবাদকারী প্রতিরোধ যোদ্ধা পরিষদ,দুর্গাপুর প্রেসক্লাব, দুর্গাপুর পৌরসভা, উপজেলা প্রশাসন দুর্গাপুর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী গ্রাম কমিটি ,এনজিও সমন্বয় পরিষদ সহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান পূষ্পস্তবক অর্পণ করে।

প্রথম প্রহরে অন্যদের মধ্যে ফুলেল শ্রদ্ধা জানান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ,সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, কেন্দ্রীয় যুবলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার,সিপিবি কেন্দ্রিয় নেতা ডা. দিবালোক সিংহ, উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আউয়াল কৃষকলীগের সাধারণ সম্পাদক স্বপন হাজং, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ মাসুদ আল করিম,মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমীন চুন্নু, সকাল ৮টার দিকে শহরের উকিলপাড়া দলীয় কার্যালয় থেকে উপজেলা আওয়ামীলীগ নেতা-কর্মীরা বিজয় মিছিল নিয়ে শহীদবেদীতে গিয়ে শ্রদ্ধা জানান শহীদদের। শ্রদ্ধা শেষে উপজেলা প্রশাসন আয়োজিত সুসং সরকারি কলেজ মাঠে কুচকাওয়াজে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামনুর রশীদ ,অফিসার ইনচার্জ খাঁন হুমায়ুন কবির। এ ছাড়াও স্কুল, কলেজ, মাদ্রাসার শিশু-কিশোর সংগঠনসহ বিভিন্ন সংস্থা অংশ নেয়।

(এনএস/এএস/ডিসেম্বর ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test