E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীতে কয়েকটি বিদ্যালয় ও মাদ্রাসায় বিজয় দিবস পালনে অবহেলার অযোগ

২০১৬ ডিসেম্বর ১৭ ১৫:৪০:৪৭
রাজবাড়ীতে কয়েকটি বিদ্যালয় ও মাদ্রাসায় বিজয় দিবস পালনে অবহেলার অযোগ

রাজবাড়ী প্রতিনিধি : দেশব্যাপী যথাযত মর্যাদায় বিজয় দিবস পালন করা হলেও রাজবাড়ী জেলার কয়েকটি বিদ্যালয় ও মাদ্রাসায় বিজয় দিবস অবহেলার মধ্য দিয়ে পালন করেছে বিদ্যালয় কর্র্তৃপক্ষ। সকাল ১০টা থেকে  বিজয় দিবস পালন করার কথা থাকলেও রাজবাড়ী জেলার সদর উপজেলা এড়েন্দা দাখিল মাদ্রাসা, মূলঘর উচ্চ বিদ্যালয়, ৫৭ নং মূলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম মূলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস পালনে অবহেলা করে।

মহান বিজয় দিবসে এড়ান্দা দাখিল মাদ্রাসার কোন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল না। সরেজমিনে দেখা যায় মাদ্রাসাটিতে ১৩ জন শিক্ষক উপস্থিত থাকার কথা থাকলেও সকাল ১০.২০ মিনিটে ৩জন শিক্ষক রৌদ পোহাচ্ছে। মাদ্রাসার সুপার মোঃ সোলায়মান শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিক্ষার্থীদের জন্য বিভিন্ন অনুষ্ঠান করার কথা থাকলেও সেগুলো তিনি করেন নাই। হঠাৎ এক শিক্ষক ১০.৪৫ মিনিটে উপস্থিত হলে তিনি তাকে ধমক দিয়ে বলেন আপনাদের কয়টার সময় আসার কথা ছিল? এর পর সাংবাদিক পরিচয় জানার পর তিনি কোন কথা বলেন নাই।

মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয়ের দুই সিনিয়র শিক্ষককে ছাত্রছাত্রীর উপস্থিত থাকার ব্যাপারে প্রশ্ন করা হলে কিছুক্ষণ চুপ করে থেকে বলেন, এই মাত্র আমাদের অনুষ্ঠান সকাল (১১.২০) শেষ হয়েছে। সরেজমিনে দেখা যায় সেখানে কোন অনুষ্ঠান পালন করা হয় নাই।

রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয়ে থেকে সদ্য সরকারি হওয়া একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকা বিলকিছ খাতুন ছাত্রছাত্রীদের প্রতিযোগিতার মূলক অনুষ্ঠানের কিছু পুরষ্কার দেখিয়ে বলেন, এগুলো এনেছিলাম কিন্তু কোন ছাত্রছাত্রী উপস্থিত হয় নাই। এই ব্যর্থতা কার এমন প্রশ্নের জবাবে বলেন, আমাদের ছাত্রছাত্রী এই ব্যর্থতার দায়ভার আমাদের।

জাতীয় দিবসগুলো মাদ্রাসা এবং বিদ্যালয়ের এমন কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ করে বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার বলেন, বিজয়ের এত বছর পরে বিদ্যালয়ের এমন কর্মকান্ড আমাদের হতাশ করে। তিনি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রতি ইঙ্গিত করে বলেন একটি সাইড জাতীয় এই দিবসগুলোতে বিরত থাকতে চায়। এটা আমাদের জন্য দুভার্গ্যজনক।

বিজয় দিবস নিয়ে শিক্ষপ্রতিষ্ঠানের এমন কর্মকান্ড নিয়ে জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদিক্কুর রহমান মুঠোফোনে বলেন, আমার বাবা অসুস্থ, আমি ফরিদপুরে তবে ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

(ডিবি/এএস/ডিসেম্বর ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test