E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

২০১৬ ডিসেম্বর ১৭ ১৬:৪৭:৫৭
নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নওগাঁ প্রতিনিধি : শনিবার বেলা ১১টায় নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবাগত শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত হয়েছে। পূর্ব নওগাঁ ঢাকা মোড়ে অবস্থিত কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁর জেলা প্রশাসক ও কলেজের পরিচালনা কমিটির সভাপতি ড. মোঃ আমিনুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল্লাহ-আল-সাফায়েত শামীম। বাংলাদেশ টেলিভিশনের কন্ঠশিল্পী ডা. যোগেন্দ্র নাথ প্রামানিকের সুন্দর, স্বাবলীল ও শ্রুতিমধুর উপস্থাপনায় পুরো অনুষ্ঠানকে প্রানবন্তু করে তোলে। তার সার্বিক পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হোমিওপ্যাথ বোর্ডের সদস্য ডা. এসএম মিল্লাত হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আলহাজ্ব আহম্মেদ আলী স্বপন, ডা. সেকেন্দার আলী, এ্যাডভোকেট কাজি আতিকুর রহমান, একেএম তাজুল ইসলাম বুলবুল, ডা. মোঃ দেলোয়ার হোসেন, আলহাজ্ব মোহাম্মদ আলী, এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, অধ্যাপক মাসুদ রানা, অধ্যাপক রবিউল আওয়াল, ডা. শহীদুর রহমান প্রমুখ।

সভায় ১৭০ জন শিক্ষার্থীকে বিদায় এবং শতাধিক নতুন শিক্ষার্থীকে বরণ করে নেয়া হয়। বক্তারা এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে বর্তমান উন্নয়নশীল সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি কামনা করেছেন।

(বিএম/এএস/ডিসেম্বর ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test