E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বদলগাছীতে ঋণের কিস্তি দিতে না পেরে স্কুল শিক্ষেকর মৃত্যু

২০১৬ ডিসেম্বর ২০ ১৮:৫৮:২২
বদলগাছীতে ঋণের কিস্তি দিতে না পেরে স্কুল শিক্ষেকর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে এনজিওর ঋণের কিস্তী পরিশোধে ব্যর্থ হওয়ায় বাড়ি থেকে দুটি গরু টেনে নিয়ে গেছে এনজিও কর্মীরা। এমন খবর শুনে সন্তোষ কুমার বসাক (৬৩) নামে অবসরপ্রাপ্ত অসুস্থ স্কুল শিক্ষক প্রাণ হারালেন।

ঋণের কিস্তি দিতে না পারায় ‘নীড় সেতু’ নামে একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা তাঁর বাড়ি থেকে দুইটি গরু ধরে নিয়ে যাওয়ার কথা শোনার পর দুশ্চিন্তায় চিকিৎসাধীন থাকা অবস্থায় ওই শিক্ষক মারা গেছেন বলে তাঁর পরিবারের লোকজন অভিযোগ।

এ ঘটনায় সোমবার বদলগাছী থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। নিহত শিক্ষকের ছেলে শতদল কুমার বসাক বাদী হয়ে এই অভিযোগটি করেন। বদলগাছী থানার ওসি জালাল উদ্দীন লিখিত অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছেন।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গয়েশপুর হাটশাপিলা গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সন্তোষ কুমার বসাক। তিনি প্রতিদিন ২৭০ টাকা কিস্তি দেয়ার শর্তে প্রায় চার মাস আগে এনজিও নীড় সেতু মিঠাপুর শাখা থেকে চল্লিশ হাজার টাকা ঋণ নিয়েছেন। কিছুদিন কিস্তি দেয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁকে রংপুর মেডিকেল হাসপাতাল ও পরে ঢাকায় নেয়া হয়। অসুস্থ থাকায় পরিবারের লোকজন কিস্তি দিতে পারেনি। এনজিও কর্মীরা কিস্তির টাকা নিতে গিয়ে ফিরে আসছিল। গত ৭ ডিসেম্বর এনজিও কর্মকর্তা ও কর্মচারীরা কিস্তির টাকা আনতে ওই শিক্ষকের বাড়িতে যান। শিক্ষকের ছেলে শতদল বসাক তাঁর বাবার দেনা পরিশোধ করার প্রতিশ্রুতি দেন এনজিও কর্মকর্তা-কর্মচারীদের কাছে। তাঁরা শতদল বসাকের কাছ থেকে তিনশ’ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে ফাঁকা স্বাক্ষরও নেন। এর পরেও এনজিওর লোকজন বাড়িতে এসে দুটি গরু নিয়ে য়ায়।

শতদল বসাক বলেন, এনজিওর কর্মকর্তা-কর্মচারীরা আমার কোন কথায় শোনেন নি। তাঁরা জোরপূর্বব আমাদের গোয়াল ঘরে থাকা ৭০ হাজার টাকা দামের দুটি গরু বের করে নিয়ে চলে যান। বাধ্য হয়ে গত ১২ ডিসেম্বর অসুস্থ বাবাকে ঘটনাটি জানানো হয়। এরপর থেকেই বাবা মান সম্মান গেল, এই দুশ্চিন্তা করছিলেন। এতে করে বাবার অসুস্থতা আরও বেড়ে যায়। ওইদিনই বাবা মারা যান।

(বিএম/এএস/ডিসেম্বর ২০, ২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test