E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাংশায় তৃতীয় কাব ক্যাম্পুরী উদ্বোধন

২০১৬ ডিসেম্বর ২১ ১৫:২৯:৩৩
পাংশায় তৃতীয় কাব ক্যাম্পুরী উদ্বোধন

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :রাজবাড়ী জেলার পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কাব স্কাউট কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ‘আমরা সবাই কাব হব, দেশ গড়ার শপথ নেব’ প্রতিপাদ্যকে সামনে রেখে  বুধবার ২১ ডিসেম্বর সকালে ৪দিন ব্যাপী তৃতীয় কাব ক্যাম্পুরী-২০১৬ উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি,বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম আনুষ্ঠানিকভাবে ৪দিন ব্যাপী তৃতীয় কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম নজরুলের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাংশা সরকারি কলেজের উপাধ্যক্ষ এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ (হেনা মুন্সি), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পাংশা উপজেলা স্কাউটের সহ-সভাপতি ইমদাদুর রহমান তালুকদার প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা স্কাউটের সম্পাদক উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম। অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা উপজেলা স্কাউটের যুগ্ম সম্পাদক হাবাসপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ জাকির হোসেন।

অনুষ্ঠানে অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, সুশীল কুমার মুদি, উপজেলা শিক্ষা কর্মকর্তা তৃতীয় কাব ক্যাম্পুরীর সমাবেশ চিফ মো. বছির উদ্দিন, কাব ক্যাম্পুরী পরিচালনা কমিটির কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা, তৃতীয় কাব ক্যাম্পুরী পতাকা, স্কাউট পতাকা এবং এয়াকুব আলী চৌধুরী, ড. কাজী মোতাহার হোসেন, মীর মোশাররফ হোসেন ও কাজী আব্দুল ওদুদ নামীয় উপ-শিবিরের পতাকা উত্তোলন করা হয়। ২৫টি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০জন শিক্ষার্থী কাব ক্যাম্পুরীতে অংশগ্রহণ করেছে।





(এমএইচ/এস/ডিসেম্বর ২১, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test