E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরচুন ট্যুর ডি বাংলাদেশ-এর সাইক্লিং প্রতিযোগিতার ২য় পর্ব গোপালগঞ্জে অনুষ্ঠিত

২০১৬ ডিসেম্বর ২১ ১৫:৩৫:২৮
ফরচুন ট্যুর ডি বাংলাদেশ-এর সাইক্লিং প্রতিযোগিতার ২য় পর্ব গোপালগঞ্জে অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের উদ্যোগে ফরচুন ট্যুর ডি বাংলাদেশ-এর সাইক্লিং প্রতিযোগিতার ২য় পর্ব গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে দ্বিতীয় পর্বে গোপালগঞ্জ থেকে কোটালীপাড়ার পয়সারহাট হয়ে টুঙ্গিপাড়া পর্যন্ত ৯৫ কিলোমিটার সড়কে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৪০ জন সাইক্লিষ্ট অংশ নেন।

এ পর্বে বিজিবির রিপন কুমার বিশ্বাস ২ ঘন্টা ৪০ মিনিট দশমিক ০ সেকেন্ডে এই পথ অতিক্রম করে প্রথম হন। ২ ঘন্টা ৪০ মিনিট দশমিক ০২ সেকেন্ড সময় নিয়ে ২য় হন সেনাবাহিনীর আলমগীর হোসেন। আর ২ ঘন্টা ৪০ মিনিট দশমিক ৯৯ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন বিজিবির সিরাজুল ইসলাম। এই সাইক্লিং প্রতিযোগিতা দেখতে রাস্তার দুই পাশে অসংখ্য দর্শক ভিড় জমায়।

পরে বেলা ১১ টায় টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধি সৌধের প্রধান ফটকের সামনে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান।

গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমবি সাইফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খায়ের, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারন সম্পাদক এস এম ইমতিয়াজ খান বাবুল উপস্থিত ছিলেন।








(পিএম/এস/ডিসেম্বর ২১, ২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test