E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মংলায় দিনব্যাপী চক্ষু শিবির

২০১৬ ডিসেম্বর ২৪ ১৫:৪৪:২৬
মংলায় দিনব্যাপী চক্ষু শিবির

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মংলায় শুরু হয়েছে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু শিবির। শনিবার সকালে মংলা পোর্ট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে চক্ষু শিবিরের উদ্বোধন করেন ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের সভাপতি ও সেফ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের ব্যবস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠিত চক্ষু শিবিরে ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছেন বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের ৮ জন ডাক্তার।

মংলা ও রামপালসহ আশপাশ উপজেলার কয়েক হাজার রোগীকে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হচ্ছে।

এদের মধ্যে প্রায় ৪শ জনকে বাছাই করে চোখের বিভিন্ন ধরণের অপারেশনের জন্য ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতালে সর্ম্পণূ ফ্রি চিকিৎসা সেবা হবে। এ সকল রোগীদের ঢাকায় নিয়ে বিনামূল্যে অপারেশন ও প্রয়োজনীয় সকল ধরণের সেবা প্রদাণ করা হবে বলে জানিয়েছেন লায়ন্স ক্লাব সভাপতি লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের ।

সকাল ৯ টা থেকে শুরু হওয়া এ ফ্রি চিকিৎসা সেবা চলবে বিকেল ৪টা পর্যন্ত।



(এসএকে/এস/ডিসেম্বর২৪,২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test