E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্কুলছাত্রীর হত্যাকারীর ফাঁসি দাবিতে মানববন্ধন

২০১৬ ডিসেম্বর ২৪ ১৬:৪২:২৯
স্কুলছাত্রীর হত্যাকারীর ফাঁসি দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী মৌমিতা আক্তার মায়া (৯) হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২টা থেকে প্রায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ কর্মসূচীতে মায়ার বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন।

প্রথমে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদর রায়েন্দা বাজার প্রদক্ষিণ করে। পরে শরণখোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এমএ রাশিদ আকন, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান মিলন, রায়েন্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইয়েদুল হক, সমাজসেবক এম ওয়াদুদ আকন, আবুল হেসেন নান্টু প্রমুখ।

বক্তারা, নরপশু আলামীনকে দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন। গত ১৯ ডিসেম্বর উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মঠেরপাড় গ্রামের ফজলু হাওলাদারের ছেলে আলামীন হাওলাদার (৩০) নামে পাষন্ড সৎ বাবা স্কুল ছাত্রী মৌমিতা আক্তার মায়াকে ধর্ষণের পর হত্যা করে। ২০ ডিসেম্বর সন্ধ্যায় ধান ক্ষেতে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নৃশংস এ হত্যাকান্ডে জড়িত মায়ার সৎ বাবা আলামীনকে ওইদিন বিকেলে গ্রেপ্তার করা হয়। বর্তমানে সে জেলহাজতে রয়েছে।


(এসএকে/এস/ডিসেম্বর২৪,২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test