E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাত দফা বাস্তবায়নের দাবিতে নওগাঁ পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

২০১৬ ডিসেম্বর ৩০ ১৭:৩৭:৫৩
সাত দফা বাস্তবায়নের দাবিতে নওগাঁ পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি : দেশব্যাপী জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দির ভাংচুর ও ভূমি দখলের প্রতিবাদে এবং সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে শুক্রবার বেলা ১১টায় শহরের ব্রিজের মোড়ে জেলা পূজা উদযাপন পরিষদের মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালিত হয়েছে।

জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিশ্বজিৎ সরকার মনির সভাপতিত্বে বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি চিত্তরঞ্জন সাহা, সাধারন সম্পাদক বিভাস মজুমদার গোপাল, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণব রঞ্জন বসাক, সাংগঠনিক সম্পাদক মাধব চন্দ্র কর্মকার, যুগ্ম সম্পাদক পিযুষ কান্তি সরকার ও প্রতাপ কুমার সরকার প্রমুখ। বক্তাগন, গঠিতব্য নির্বাচন কমিশনে একজন যোগ্য সংখ্যালঘু প্রতিনিধি মনোনয়ন, সাম্প্রদায়িক সহিংসতার চির অবসান, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন, সংখ্যালঘু মন্ত্রণালয় ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন, পার্বত্য ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশনের আইনের দ্রুত বাস্তবায়ন ও সাহাবুদ্দিন কমিশন রিপোর্টের সুপারিশ বাস্তবায়নের দাবি জানান।

(ওএস/এএস/ডিসেম্বর ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test