E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে তিন দিনব্যাপি উন্নয়ন মেলা শুরু

২০১৭ জানুয়ারি ০৯ ১৪:০৯:২১
গোপালগঞ্জে তিন দিনব্যাপি উন্নয়ন মেলা শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি : উন্নয়নের গনতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র এ শ্লোগানে গোপালগঞ্জে ৩ দিনব্যাপি শুরু হচ্ছে উন্নয়ন মেলা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার বিকেল ৩ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মেলার শুভ উদ্বোধন করবেন।

এ উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পার্কের মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহম্মেদ খান প্রধান অতিথি হিসেবে এ শোভাযাত্রার নেতৃত্ব দেন।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, পুলিশ সুপার এস, এম, এমরান হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।

উন্নয়ন মেলায় এ সরকারের বিগত ৮ বছরের বিভিন্ন উন্নয়ন কাজের তথ্য প্রান্তিক পর্যায়ের মধ্যে তুলে ধরা হবে। এ ছাড়া এ মেলার মাধ্যমে সরকারের সাফল্য তুলে ধরার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনাও তুলে ধরা হবে।

জেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন মেলায় বিভিন্ন দপ্তরের ৬৭ টি ষ্টল থাকছে।

(পিএম/এএস/জানুয়ারি ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test