E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তুরিন আফরোজের গাড়িতে ধাক্কা : আটক কিশোর কারাগারে

২০১৭ জানুয়ারি ১১ ১২:২৫:৪৭
তুরিন আফরোজের গাড়িতে ধাক্কা : আটক কিশোর কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজের প্রাইভেটকারে ধাক্কা দেয়ায় মোটরসাইকেল আরোহী নবম শ্রেণির ছাত্র রানা ইসলাম (১৪) নামে এক কিশোরকে সোমবার আটক করেছে পলাশবাড়ী থানা পুলিশ।

তুরিন আফরোজকে হত্যা চেষ্টা, ক্ষয়ক্ষতি ও বেপরোয়া গাড়ী চালানোর অভিযোগ এনে মঙ্গলবার পলাশবাড়ী থানার এসআই জ্যোতিষ চন্দ্র বর্মন বাদী হয়ে মোটরসাইকেল আরোহী রানা ইসলাম ও তার সাথে থাকা রাসেল মিয়াকে আসামী করে থানায় মামলা দায়ের করে।

পুলিশ আটক রানাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার বিকেলে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করে।

তবে অপর আসামী রাসেলকে গ্রেফতারে জোর প্রচেষ্টা ও বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

উল্লেখ্য, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ীর শিল্পী হোটেলের অদূরে দক্ষিণ বন্দরে সায়েদের ক্লিনিক রাস্তায় মাথায় এ ঘটনা ঘটে।

আটক রানা উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের জাইতরবালা গ্রামের মুকুল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তুরিন আফরোজ প্রাইভেট কারে ঠাকুরগাঁও থেকে সড়ক পথে ঢাকা যাচ্ছিলেন। এসময় পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানের পিপিএম-এর নির্দেশে একটি ভিআইপি প্রোটোকল টিম সাদুল্লাপুরের ধাপেরহাট হতে গোবিন্দগঞ্জ থানার সীমানায় পৌঁছানোর উদ্দেশ্যে দায়িত্ব পালন করছিলেন।

প্রোটোকল টিমসহ তুহিন আফরোজকে বহনকারী প্রাইভেটকারটি পলাশবাড়ী সদরের দক্ষিণ বন্দরে সায়েদের ক্লিনিক রোডে পৌঁছলে সামনে একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করা কালে স্থানীয় সরকারি কলেজ রোড হতে দুই মোটরসাইকেল আরোহী মহাসড়কে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কারের সাথে ধাক্কা লাগে।

তৎক্ষণাত, আটক ও পলাতক কিশোরের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ করেন ব্যারিষ্টার তুরিন আফরোজ ।

ঘটনার পর মোটরসাইকলসহ আরোহী রানাকে প্রোটোকলে থাকা পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।


(এসআইআর/এস/জানুয়ারি ১১, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test