E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

আত্রাইয়ে নতুন বই না পেয়ে শিক্ষার্থীরা হতাশ

২০১৭ জানুয়ারি ১১ ১৭:১০:৩৯
আত্রাইয়ে নতুন বই না পেয়ে শিক্ষার্থীরা হতাশ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে নতুন বছর শুরুর ১১দিন অতিবাহিত হলেও ভোকেশনাল শাখার শিক্ষার্থীরা নতুন বই পায়নি। নতুন বছরে নতুন বই হাতে না পেয়ে হতাশ হয়ে পড়েছে শিক্ষার্থীরা। সমমানের বিদ্যালয়গুলোর সাধারণ শাখার শিক্ষার্থীরা নতনি বছরের প্রথম দিনেই নতুন বই পেলেও এ মাসের ১১ দিন পরও বই পায়নি ভোকেশনাল শাখার শিক্ষার্থীরা। ফলে উপজেলার প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীর শিক্ষা অর্জন ব্যাহত হয়ে পড়েছে।

জানা গেছে, উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ভোকেশনাল শাখা চালু আছে। এসব প্রতিষ্ঠানের ভোকেশনাল শাখায় ৫ শতাধিক শিক্ষার্থী রয়েছে। এসব শিক্ষার্থীরা অন্যান্য বার বছরের শুরুতে বই পেলেও এবারে এখন পর্যন্ত নতুন বই না পাওয়ায় হতাশ হয়ে পড়েছে তারা।

আত্রাই কারিগরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছাইফুল ইসলাম রতন বলেন, ইতোপূর্বে আমরা যথাসময়ে বই পেয়েছি। এবার এখন পর্যন্ত নতুন বই পাইনি। এতে করে শিক্ষার্থীদের মাঝে হতাশার সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল আলম সাংবাদিকদের বলেন, আমার কাছে বই আসেনি। এ জন্য আমি নতুন বই দিতে পারিনি। বই না এলে বই দেব কোথা থেকে?

(বিএম/এএস/জানুয়ারি ১১, ২০১৭)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test