E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবন উপকূলে এক হাজার টন কয়লা বোঝাই কার্গো ডুবি

২০১৭ জানুয়ারি ১৩ ১৪:৪১:৫৪
সুন্দরবন উপকূলে এক হাজার টন কয়লা বোঝাই কার্গো ডুবি

বাগেরহাট প্রতিনিধি : বাংলাদেশ জলসীমায় সুন্দরবন উপকূলের বঙ্গোপসাগরের ১২ নম্বর ফেয়ারওয়ে বয়া এলাকায় শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে ১ হাজার ১০ মে: টন  কয়লা বোঝাই এমভি আইচগাতী নামের একটি কার্গো ডুবে গেছে। তবে ওই কার্গোতে থাকা সকল নাবিক ও ক্রুসহ ১৪ জনকে বঙ্গোপসাগরে ভাসতে দেখে পাশ দিয়ে যাওয়া বসুন্ধরা গ্রুপের ‘এমভি বসুন্ধরা- ৩৭’ জাহাজ বঙ্গোপসাগর থেকে তাদের উদ্ধার করে মংলায় নিয়ে এসেছে। মংলা  কোষ্টগার্ড পশ্চিম জোন এ তথ্য নিশ্চিত করেছে।

মংলা কোষ্টগার্ডের মিডিয়া উইং জানায়, ইন্দোনেশিয়ার পতাকাবাহি মাদার ভেসেল ‘এমভি লেডী মেরী’ আমদানিকারকদের কয়লা বোঝাই করে গত ২৪ ডিসেম্বর মংলা বন্দরের আউটার এ্যাংকরেজে আসে। গত ২দিন আগে এই মাদার ভেসেলটি থেকে বঙ্গোবসাগরে মংলা বন্দর চ্যানেলের ১২ বয়ার কাছে লাইটারেজ কার্গোতে কয়লা খালাসের কাজ শুরু করে।

শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে লাইটারেজ জাহাজটি ১ হাজার ১০ টন কয়লা বোঝাই করে যশোরের আমদানীকারক নওয়াপাড়া টেডার্সের উদ্যেশে রওনা দেবার পরপরই তলা ফেটে গভীর সাগরে ডুবে যায়। এসময় এই কার্গোটিতে থাকা সকল নাবিক ও ক্রুসহ ১৪ জনকে হিরনপয়েন্টের সুন্দরবন উপকূলে বঙ্গোপসাগরে ভাসতে দেখে পাশ দিয়ে যাওয়া বসুন্ধরা গ্রুপের ‘এমভি বসুন্ধরা- ৩৭’ জাহাজ তাদের উদ্ধার করে মংলায় নিয়ে আসেছে। কার্গোটির সব নাবিক ও ক্রু সুস্থ্য রয়েছে। বঙ্গোসাগরের কয়লা বোঝাই কার্গো ডুবির ওই স্থানটির গভীরতা আনেক-অনেক বেশী থাকার ফলে মংলা বন্দর চ্যানেল দিয়ে জাহাজ চলাচলে কোন ক্ষতি বা ঝুঁকি নেই বলে জানিয়েছে মংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগ।

(একে/এএস/জানুয়ারি ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test