E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে শুরু হচ্ছে শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্ট

২০১৭ জানুয়ারি ১৪ ১৮:৩৩:৫৭
বাগেরহাটে শুরু হচ্ছে শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্ট

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের আয়োজনে তৃতীয় বারের মতো বঙ্গবন্ধুর ছোট ভাই শহীদ শেখ আবু নাসের নামে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিরেন শিকদার আগামী মঙ্গলবার বিকালে বাগেরহাটের শেখ হেলাল উদ্দিন ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে বিগ প্রাইজমানির এই টুর্ণামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলেকে দেয়া হবে দেড় লাখ টাকা ও রানার আপ দলকে দেয়া হবে ১ লাখ টাকা। এ বছর রাজধানী ঢাকার দুটিসহ বিভিন্ন জেলার ১১টি দল অংশ নিচ্ছে।

অংশগ্রহনকারী দলগুলোর মধ্যে রয়েছে, ঢাকার শেখ রাসেল ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন, রাজশাহীর শহীদ এএইচএম কামরুজ্জামান স্মৃতি সংসদ, খুলনার শহীদ শেখ কামাল স্মৃতি সংসদসহ কুষ্টিয়া, চুয়াডাংগা, গোপালগঞ্জ, ফরিদপুর, ঝিনাইদাহ, বরিশাল ও স্বাগতিক বাগেরহাট জেলা দল। উদ্বোধনী খেলায় অংশ নেবে সাতক্ষীরা জেলা বনাম গোপালগঞ্জ আবাহনী ক্রীড়া চক্র।

টুর্নামেন্ট উপলক্ষ্যে শনিবার দুপুরে শেখ হেলার উদ্দিন স্টেডিয়ামে বাগেরহাট প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বাগেরহাট জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ হায়দার আলী বাবু এ তথ্য জানান।

বাগেরহাট জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি খান হাবিবুর রহমানর, সহ-সভাপতি অমিত রায়, কোষাধ্যক্ষ সরদার ওমর ফারুক, একেএম বায়েজীদুল ইসলাম, সৈয়দ আলতাফ হোসেন টিুপুু, শিকদার হাদিউজ্জামান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, মো. মোজাফ্ফর হোসেন, শরনখোলা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খান মতিয়ার রহমান বক্তব্য রাখেন।

(একে/এএস/জানুয়ারি ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test