E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লিটন হত্যা মামলায় জামায়াতের ৩ নেতাকর্মী আটক, মোট আটক ৮৫

২০১৭ জানুয়ারি ১৭ ১৫:৫১:৪২
লিটন হত্যা মামলায় জামায়াতের ৩ নেতাকর্মী আটক, মোট আটক ৮৫

গাইবান্ধা প্রতিনিধি :গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় সম্পৃক্ত থাকার সন্দেহে আরও ৩ জনকে পুলিশ গ্রেফতার করলেও দীর্ঘ ১৮ দিন অতিবাহিত হলেও প্রকৃত খুনিরা শনাক্ত হয়নি।

গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হরিপুর ইউনিয়নের মৃত-কাজিম উদ্দিনের ছেলে আলা উদ্দিন, একই গ্রামের মৃত-রহিম উদ্দিনের ছেলে রফাত উদ্দিন ও সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র কদমতলা গ্রামের হাসমত উল্লাহ্র ছেলে আল-আমিন সরকারকে গ্রেফতার করেন।

থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ৩১ ডিসেম্বর সন্ধ্যায় এমপি লিটনকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করার পর থেকে সুন্দরগঞ্জ থানাসহ জেলার বিভিন্ন থানায় এপর্যন্ত ৮৫ জনকে গ্রেফতার করা হলেও প্রকৃত খুনিদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে প্রকৃত খুনিদের শনাক্তসহ গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান জানান, আমরা আন্তরিকভাবে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তদন্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়াসহ প্রকৃত খুনিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টায় আছি।

ঘোড়াঘাটে বৈদ্যুতিক আগুনে ভস্মিভূত কয়েক কোটি টাকার


দিনাজপুর ঘোড়াঘাটে বৈদ্যুতিক সর্ট সার্কিটের সৃষ্ট আগুনে ৭টি দোকান মালামালসহ পুড়ে ভস্মিভূত হয়েছে।

সোমবার রাত আড়াই ঘটিকার দিকে উক্ত আগুনে ঘোড়াঘাটের রানীগঞ্জ বাজারের নিপুন ব্যানার্জীর মুদীখানা দোকানসহ নিকটতম আরো ৭টি দোকান পুড়ে ভস্মিভূত হয়। ফলে বিভিন্ন পণ্যের ঐ দোকান গুলোর কয়েক কোটি টাকার ক্ষতি সাধিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের সৃষ্ট আগুন একই সাথে সবকটি দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ,হাকিমপুর ও বিরামপুর ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় ২ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে দোকানঘর সহ দোকানের মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে যায়।

পলাশবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের জেল-জরিমানা

গাইবান্ধার পলাশবাড়ীতে গতকাল রাতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায় উপজেলা সদরের উদয়সাগর গ্রামের মৃত সৈয়দ আলীর বসতবাড়ীতে দীর্ঘদিন ধরে তাসের জুয়া চলে আসছিল।

গোপন সূত্রে খবর পেয়ে থানার এসআই নাজমুল হকের নেতৃত্বে এসআই আবু মুসা, নাজমুল হক লিটন,হাবিব-উল বাহার, ফেরদৌস, আঃ রউফ ও এএসআই এনামুল হকসহ সঙ্গীয় কনস্টেবল জুয়ার আসরে হানা দেয়।

এ সময় গিরিধারীপুর গ্রামের মোকছেদ আলীর ছেলে লাল বাবু(৩৫), একই গ্রামের আঃ কাইউম গামার ছেলে লিয়ন(২৩) ছোট শিমুল তলা গ্রামের মৃত আঃ জলিলের ছেলে মানিক(২৫),উদয়-সাগর গ্রামের মৃত বাছেদের ছেলে রেজাউল (৩০),একই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে আজাদুল(২৮) ও বাদশা মিয়ার ছেলে মিজানুরকে(২৬) গ্রেফতার করে।

পুলিশ এ সময় নগদ ১১'শ টাকা তাস উদ্ধার করে। প্রাথমিক জিঞ্জাসাবাদ শেষে লালবাবু, মানিক ও রেজাউলকে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৌহিদুর রহমানের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেকের ৭ দিন করে সাজার রায় প্রদান করেছেন।

অপরদিকে, লিয়ন,আজাদুল ও মিজানুরের বিরুদ্ধে পলাশবাড়ীসহ বিভিন্ন থানায় সন্ত্রাস-নাশকতা,চুরি-ছিনতাই ও ডাকাতি ছাড়াও নানা অপরাধে পৃথক, পৃথক একাধিক মামলা থাকায়৫ দিনের রিমান্ডের আবেদনসহ তাদের কোর্ট হাজতে
প্রেরণ করা হয়েছে।

গোবিন্দগঞ্জে দুর্ঘটনায় চালক নিহত


গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুর্ঘটনায় এমপিথ্রির চালক নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলার কোচাশহর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক উপজেলার শাপমারা গ্রামের হাফিজার রহমানের ছেলে তানজু (৩৫)।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তানজু তার এমপিথ্রিতে মাটি ভরাট করে গোবিন্দগঞ্জ মহিমাগঞ্জ সড়কে তোলার সময় ইঞ্জিল উল্টে গিয়ে তানজুর মাথা গাড়ির পিছনের বডির সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার কল্যাণ চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করেন।

সাদুল্যাপুরে নিখোঁজ চার নেতার সন্ধান দাবিতে অবরোধ

গাইবান্ধার সাদুল্যাপুরে আওয়ামী লীগ ও যুবদলের চার নেতার সন্ধান দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করেন এলাকাবাসী।

মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি নলডাঙ্গা স্টেশনে অবরোধ করে রাখেন এলাকাবাসী।
সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এলাকাবাসী সাদুল্যাপুর-নলডাঙ্গা সড়ক অবরোধ করে রেখেছেন। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, ৯ জানুয়ারি রাত ১১টার দিকে সাদুল্যাপুর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও ৩ নম্বর দামোদরপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মনোয়ারুল হাসান জীম মণ্ডল ও দামোদরপুর ইউনিয়ন ছাত্রলীগের প্রাক্তন সভাপতি সাদেকুল ইসলাম সাদেক মোটরসাইকেলে করে নলডাঙ্গা যাচ্ছিলেন। এর পর থেকে তারা নিখোঁজ রয়েছেন।

পরদিন বেলা ১১টার দিকে রেলগেট ও কাচারিবাজার থেকে নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুল ইসলাম প্রিন্স ও নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক শফিউল ইসলাম শাপলাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয় দিয়ে মোটরসাইকেলসহ তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেন তাদের স্বজনরা।







(এসআইআর/এস/জানুয়ারি ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test