E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতীয় পার্টির মূল শক্তি হচ্ছে জাতীয় যুবসংহতি

২০১৭ জানুয়ারি ২৬ ১৬:৪৩:১৯
জাতীয় পার্টির মূল শক্তি হচ্ছে জাতীয় যুবসংহতি

বাগেরহাট প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যানের সংখ্যালঘু উপদেষ্টা ও জাতীয় মৎস্যজীবী পার্টির কেন্দ্রীয় সভাপতি সোমনাথ দে বলেছেন, জাতীয় পার্টির মূল শক্তি হচ্ছে জাতীয় যুব সংহতি। আগামীতে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হলে যুব সংহতির নেতাকর্মীদের এক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট শহরের সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় যুব সংহতি বাগেরহাট জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রকে আরো গতিশিল করতে জাতীয় পার্টির বিকল্প নেই। তাই জাতীয় পার্টির সকল নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে থেকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে।

জাতীয় যুব সংহতি বাগেরহাট জেলা শাখার সভাপতি শেখ মাহাবুবুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির আহবায়ক আলমগীর শিকদার লোটন, সদস্য সচিব খকরুল হাসান শাহাজাদা, জাতীয় পার্টির বাগেরহাট জেলা শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারন সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন হাওলাদার, জেলা যুব সংহতির সাধারন সম্পাদক রাহুল দেব মন্ডল, সাংগঠনিক সম্পাদক এ্যাড. শিকদার নিজাম উদ্দিন, সহ-সভাপতি সাইফুল ফরাজী, যুগ্ম সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

সম্মেলন শেষে সর্ব সম্মতিক্রমে শেখ মাহাবুবুর রহমান লিটনকে সভাপতি ও রাহুল দেব মন্ডলকে সাধারণ সম্পাদক করে ১শ ১ সদস্য বিশিষ্ট জাতীয় যুব সংহতির বাগেরহাট জেলা কমিটি ঘোষণা করা হয়।

(ওএস/এএস/জানুয়ারি ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test