E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ফরিদপুর-সালথা সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সাজেদা চৌধুরী

২০১৭ জানুয়ারি ২৮ ১৫:২৫:৫০
ফরিদপুর-সালথা সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সাজেদা চৌধুরী

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ফরিদপুর (বদরপুর)-সালথা-মোকসুদপুর সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। আজ শনিবার দুপুরে সালথা উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ সময় সংসদ উপনেতার জ্যেষ্টপুত্র, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা আয়মন আকবার চৌধুরী বাবলু উপস্থিত ছিলেন।

ফরিদপুর সড়ক ও জনপদ প্রকৌশল বিভাগের আয়োজনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরাদুল হক, সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান, সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা সার্কেল এফ.এম মহিউদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল হাসান খান সোহাগ, যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, ওয়াসিম জাফর, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, মামুন মিয়া সহ স্থানীয় নেতাকর্মী বৃন্দ। ফরিদপুর সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা যায়, বদরপুর-সালথা-সোনাপুর ও মোকসুদপুরের ৪২ কিলোমিটার দৈর্ঘ্য এই জেলা সড়কটির ব্যয় হবে ১০৭৪৭.৫৭ লক্ষ টাকা।

(এএনএইচ/এএস/জানুয়ারি ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

২৫ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test