E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় বাল্যবিয়েকে লাল কার্ড দেখাল ছাত্রীরা

২০১৭ জানুয়ারি ২৮ ১৬:৩৫:৫৯
মাগুরায় বাল্যবিয়েকে লাল কার্ড দেখাল ছাত্রীরা

মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে হাজীপুর হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে শনিবার খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুস সামাদ প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা করেন।

জেলা প্রশাসক মুহঃ মাহবুবর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আকরাম আল-হোসেন, ডি ডি এল জি খোন্দকার আজিম আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, অতিঃ পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রুস্তম আলী, মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর ইউ এন ও মোঃ ইয়ারুল ইসলাম।

এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্রী বাল্যবিয়ে না করার শপথ গ্রহন করে লালকার্ড দেখায়। অনুষ্ঠানে সদর উপজেলাকে ভিক্ষুকমুক্ত উপজেলাও ঘোষনা করা হয়। সদর ইউ এন ও মোঃ ইয়ারুল ইসলাম এ সময় জানান সদর উপজেলার ১২টি ইউনিয়নের চিহিৃত ৩০৭ জন ভিক্ষুককে পুনর্বাসনের জন্য গাভী, ছাগল, হাস-মুরগি, রিক্সা, ভ্যান, সেলাই মেশিন, ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। এ ছাড়াও যোগ্যতানুসারে বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধিভাতা, ভিজিডি কার্ড দেয়া হয়েছে। মাগুরা সদর উপজেলা পরিষদ ও হাজীপুর ইউ পি যৌথভাবে এর আয়োজন করে।

(ডিসি/এএস/জানুয়ারি ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test