E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুস্তিতে অলি বলিই সেরা

২০১৭ ফেব্রুয়ারি ০২ ১৫:৪৩:১২
কুস্তিতে অলি বলিই সেরা

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বৃহত্তর কুমিল্লা ও হাওড়ঞ্চলের সবচেয়ে আকর্ষণীয় কুস্তি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে আবারো বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর গ্রামের অলি বলি  মো. মিজানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক অর্জন করে। এই নিয়ে মো.অলিউল্লাহ অলি বলি টানা ৭ বার চ্যাম্পিয়ন হলো। এর আগে এই অলিবলি-ই গতবছর চট্রগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলায় চ্যাম্পিয়ন হন।

বাঞ্ছারামপুর যুবসমাজের আয়োজনে বরাবরের মতো এ বছরও গত বুধবার রাত ১১টা থেকে শুরু হয়ে শেষ হয় বৃহস্পতিবার সকাল ৭ টায়। প্রতিযোগী ছিলেন ৪৫ জন। রানার আপ হয়ে রঙ্গীন টিভি নেন মিজান বলি। ৪৫ জনই একে একে রাতভর কুস্তিখেলায় ‘ডুগ’শব্দ উচ্চারনের মধ্য দিয়ে কুস্তিখেলার প্রতিযোগিতায় মেতে উঠেন।স্থানীয়রা খেলাটিকে ‘ডুগ খেলা’ হিসেবে ব্যাপকভাবে।

বাঞ্ছারামপুর সদরের এস.এম পাইলট হাইস্কুল মাঠে উপজেলা ভাইস চেয়ারম্যান মিন্টু রনজন সাহার সভাপতিত্বে কুস্তিখেলায় প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর পৌরসভার চেয়ারম্যান খলিলুর রহমান টিপু মোল্লা।রেফারীর দায়িত্বে ছিলেন ইমান উদ্দিন। রাতভর কুস্তি প্রতিযোগিতায় দর্শক গ্যালারীতে ছিলো প্রায় হাজার ১২ নির্ঘুম দর্শক।

(এফএকে/এএস/ফেব্রুয়ারি ০২, ২০১৭)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test