E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

২০১৭ ফেব্রুয়ারি ০৪ ১৬:২৩:৪৭
শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল সন্ত্রাসীর গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে সাংবাদিকরা মানববন্ধন, কালো ব্যাজ ধারন ও প্রতিবাদ কর্মসূচী পালন করেছে। কর্মসূচী থেকে এই হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানানো হয়।

গোয়ালন্দ প্রেসক্লাবের আয়োজনে গোয়ালন্দ বাজার প্রধান সড়কে শনিবার বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা ঘন্টা ব্যাপী মানববন্ধনে সাংবাদিকদের সাথে উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা অংশ নেয়। মানববন্ধনে অংশ নেয়া সবাই মুখে কালো কাপড় বেঁধে এ হত্যাকান্ডে তীব্র প্রতিবাদ জানায়। এর আগে শুক্রবার রাতে গোয়ালন্দ প্রেসক্লাবে সাংবাদিকরা জরুরী প্রতিবাদ সভা করে। সভায় শোক প্রস্তাব গ্রহন, কালো ব্যাজ ধারনসহ মানবন্ধন কর্মসূচী গ্রহন করা হয়। এ সময় সাংবাদিক শিমুলের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

প্রোসক্লাবের সভাপতি গণেশ পালের সভাপতিত্বে কর্মসূচীগুলোতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন সাংবাদিক শামছুল হক, বর্তমান সাধারন সম্পাদক ও সমকাল প্রতিনিধি আসজাদ হোসেন আজু, সহ সভাপতি আবুল হোসেন, প্রথম আলো প্রতিনিধি রাশেদুল হক রায়হান, যুগান্তর প্রতিনিধি শামীম শেখ, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি উদয় দাস, নয়াদিগন্ত প্রতিনিধি মেহেদুল হাসান আক্কাছ, মানবকণ্ঠ প্রতিনিধি হেলাল মাহমুদ, নিউজ২৪ প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম, আমার সংবাদ প্রতিনিধি আক্তারুজ্জামান মৃধা, সকালের খবর প্রতিনিধি কুদ্দুস উল আলম প্রমুখ।

(ডিবি/এএস/ফেব্রুয়ারি ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test