E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আত্রাইয়ে অবরোধ অব্যাহত, ট্রেন থামছে অঘোষিতভাবে

২০১৭ ফেব্রুয়ারি ০৬ ১৫:৫৩:৪৯
আত্রাইয়ে অবরোধ অব্যাহত, ট্রেন থামছে অঘোষিতভাবে

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের বিরতির দাবিতে মানববন্ধন ও অবরোধ কর্মসূচী অব্যাহত রয়েছে। এ অবরোধের মুখে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন অঘোষিতভাবে এখানে প্রতিদিনই থামছে। আত্রাই থেকে অনলাইনে অন্য স্টেশনের টিকিট ক্রয় করে ঢাকাগামী যাত্রী এখন আত্রাই থেকেই ট্রেনে উঠছেন।

এদিকে অবরোধের ৬ষ্ঠ দিনে সোমবার আহসানগঞ্জ রেলওয়ে প্লাটফরমে সর্বস্তরের জনতার মানববন্ধন ও অবরোধ কর্মসূচী করে। অবরোধ চলাকালীন দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেন আত্রাইয়ে পৌঁছলে শতশত জনতা রেললাইন অবরোধ করায় চালক ট্রেন থামিয়ে দেন। প্রায় ৪৫ মিনিট পর্যন্ত অপেক্ষার পর অবরোধকারীরা রেল লাইন থেকে সরে আসলে ট্রেনটি আবার ছেড়ে যায়।

আত্রাইয়ে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবি কার্যকর না হওয়া পর্যন্ত প্রতিদিন কর্মসূচী পালন করা হবে বলে জানিয়েছেন অবরোধ কর্মসূচীর নেতৃত্বদানকারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভাপতি মমতাজ বেগম। আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজের প্রভাষক মতিউর রহমান বলেন, আত্রাইয়ে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজ দিতে আমরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছি। এ দাবি বাস্তবায়িত হলে একদিকে জনসাধারণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। অপরদিকে রেলের বিপুল পরিমান রাজস্ব আয় বৃদ্ধি পাবে।

(বিএম/এএস/ফেব্রুয়ারি ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test