E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বালিয়াকান্দিতে দশ শিক্ষার্থী ও এক শিক্ষক বহিষ্কার

২০১৭ ফেব্রুয়ারি ০৭ ১৪:২৫:৩৭
বালিয়াকান্দিতে দশ শিক্ষার্থী ও এক শিক্ষক বহিষ্কার

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি পরীক্ষায় নকল করার দায়ে ১০ শিক্ষার্থী ও এক শিক্ষককে বহিষ্কার করেছে।

রাজবাড়ী জেলার সহকারী কমিশনার ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট কাফি বিন কবির আজ মঙ্গলবার ইংরেজী ১ম পত্র পরীক্ষা চলাকালীন সময়ে কক্ষ পরিদর্শনের সময় নকল করার অপরাধে এই ১০ শিক্ষার্থী বহিষ্কার করেন। এ সময় নকলের সহায়তার দায়ে রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিমল চক্রবর্তীতে এই বহিষ্কার আদেশ করেন।

বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে লিয়াকত আলী স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ৬ শিক্ষার্থী, নলিয়া উচ্চ বিদ্যালয়, নটাপাড়া উচ্চ বিদ্যালয়, চাপরী উচ্চ বিদ্যালয় এক ও বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এক জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছে।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছের বালিয়াকান্দি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ আব্দুর সালাম।

(ডিবি/এএস/ফেব্রুয়ারি ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test