E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডিমলায় খাদ্যে বিষক্রিয়ায় ১২জন হাসপাতালে

২০১৭ ফেব্রুয়ারি ০৯ ১৫:৩৬:৪৫
ডিমলায় খাদ্যে বিষক্রিয়ায় ১২জন হাসপাতালে

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় বুধবার রাতে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ৩ শিশুসহ ১২জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি কৃতদের মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থী রয়েছেন। বুধবার রাত ৯টার পর  ডিমলা হাসপাতলে আক্রান্তদের ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, উক্ত উপজেলার নাউতরা ইউনিয়নের উত্তর আকাশকুড়ি গ্রামের মৃত মোজাফফর হোসেনের পুত্র আব্দুস সাত্তার (৬৫), আব্দুস সাত্তারের কন্যা ৯ম শ্রেণীর ছাত্রী ছবি আক্তার (১৫), পুত্র এসএসসি পরীক্ষার্থী নুর আলম সিদ্দিকুর রহমান (১৬), গোলাম রাব্বানী (২০), আব্দুল হাই (২২), ফরিদুল ইসলাম (২৫), আব্দুর রশিদের শিশুপুত্র ফাহিম (৩), আব্দুল সাদিক (৫), কন্যা রুমা আক্তার (২৬), আজাদের স্ত্রী মিনা আক্তার (২৩), আব্দুল হাই শিশুপুত্র জিহাদ (৩), স্ত্রী জবেদা বেগম (২৫)।

আব্দুল হাইয়ের স্ত্রী জবেদা বেগম ধারনা করে বলেন, বুধবার দুপুরে মঙ্গলবারের রান্না করা নাপা শাক দিয়ে ভাত খেয়েছিলেন। সন্ধ্যার পর সকলে একই সঙ্গে অসুস্থ হয়ে যায়।

ডিমলা হাসপাতালের কর্মরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অনুপ কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খাদ্যের বিষক্রিয়ার কারণে আকস্মিক উদরাময় (পেটের পিড়া) দেখা দিয়েছে। সকলে বর্তমানে সুস্থ রয়েছে।
(এমআইএস/এএস/ফেব্রুয়ারি ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test