E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের ক্ষুদ্র ঋণ বিতরণ

২০১৭ ফেব্রুয়ারি ০৯ ১৬:১৬:৫৯
বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের ক্ষুদ্র ঋণ বিতরণ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : বৃহস্পতিবার সকাল ১০টায় বাঞ্ছারামপুরে দূর্গারামপুর গ্রামে বসুন্ধরা ফাউন্ডেশনের ৪৩তম সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও  ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্ষুদ্র ঋণ বিতরণ করেন। প্রধান অতিথি ঋণ গ্রহিতাদের উদ্দেশে বলেন, এই সুদমুক্ত ঋণ যেন কোন ভাবেই মাদকের ও সুদের কাজে ব্যবহৃত না হয়। উপস্থিত ঋন গ্রহিতাদের নিজ নিজ সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলার পরামর্শ দেন তিনি।

৫ শত ৬৪ জন দরিদ্র নারিদের মাঝে ৫৩ লক্ষ টাকা ঋণ বিতরন করা হয়। এর মধ্যে ৪২৮ জন পুরাতন সদস্যদেরকে জন প্রতি ১০ হাজার টাকা করে এবং নতুন ১৩৬ জনকে ৭ হাজার ৫শত টাকা করে সুদ মুক্ত ঋণ দেওয়া হয়। এ নিয়ে বসুন্ধরা ফাইন্ডেশন বাঞ্ছারামপুর উপজেলার ১৪ হাজার ১শত ৯৫ জন দরিদ্র ও হতদরিদ্র সুবিধিা বঞ্চিত লোকদের আর্থিক ভাবে সাববলম্বী এবং অর্থনৈতিক উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে বলে জানান ফাউন্ডেশনের ইনচার্জ মোঃ মোশারফ হোসেন। ঋণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপ মহাব্যবস্থাপক মাইমুন কবির, অগ্রনী ব্যংক বাঞ্ছারামপুর শাখার ম্যানেজার খোকন চন্দ্র কর্মকার, বসুন্ধরা গ্রুপের তত্ব্যাবধায়ক প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, বসুন্ধরা কর্মকর্তা আনোয়ার হোসেন এবং সোবানিয়া ইসলামীয়া আলীম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা রুহুল আমীন আব্দুল্লাহ।

(এসএ/এএস/ফেব্রুয়ারি ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test