E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীর ঠাকুরবাড়িতে ২৮৩তম গঙ্গাস্নান সম্পন্ন

২০১৭ ফেব্রুয়ারি ১০ ১৬:১৯:৩১
রাজবাড়ীর ঠাকুরবাড়িতে ২৮৩তম গঙ্গাস্নান সম্পন্ন

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে হরিঠাকুরের মাঘী পূর্ণিমার তিরোধান তিথিতে তাঁর স্মৃতি তর্পনে ২৮৩ তম গঙ্গাস্নান সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার সকাল থেকে পূণ্যের আশায় হাতে বেল পাতা, ফুল, ধান-দূর্বা, হরতকী, ডাব, কলা, তেল সিঁদুর ইত্যাদি গঙ্গার বুকে অর্পন করে। দিনভর পূর্ণিমার মধ্যে একমাত্র পুকুরে আগত পূণ্যার্থীরা গঙ্গাস্নান করেন। প্রতি বছরের ন্যায় এ বছর গঙ্গাস্নান উপলক্ষে ১০ দিনব্যাপী মেলা বসেছে।

হরিমন্দিরের সেবাইত গোপাল ঠাকুর জানান, হরিঠাকুরের মেলা রাজাবাড়ীর সবচেয়ে ঐহিত্যবাহী মেলা। এ বছর জেলা প্রশাসন থেকে ১০ দিনব্যাপী মেলার অনুমতি প্রদান করছে। তিনি জানান হরিঠাকুরের তিরোধান তিথিতে ২৮৩তম গঙ্গাস্নানে সকাল থেকে পূণ্যার্থীরা দেশের বিভিন্ন জেলা থেকে এখানে স্নান করতে আসে। তিনি বলেন, মেলার পাশাপাশি আমরা ৪ দিনব্যাপী অষ্টকালীল লীলা কীর্তন এবং কৃষ্ণযাত্রার আয়োজন করে থাকি।

স্নান করতে আসা গোপালগঞ্জরের এক ভক্ত অধীর বিশ্বাস বলেন, আমরা প্রতি বছর এখানে গঙ্গাস্নান করতে আসি। তিনি জানান, এখানে স্নান করতে অনেক ভক্তের সমাগম ঘটে কিন্তু দুইটা বাঁশের ঘাট বেশ ঝুঁকিপূর্ণ এবং অপ্রতুল।

হরিঠাকুরের মেলায় বাঁশ ও বেতের তৈরি উপকরণ এবং গৃহস্থালী উপকরণের চাহিদা ব্যাপক বলে জানিয়েছেন মেলায় আসা বিক্রেতারা।

মেলায় বিভিন্ন উপকরণের পাশাপাশি রয়েছে অষ্টকালীন লীলা কির্তন। মেলার সাধারণ সম্পাদক শ্যামল কুমার শিকদার সরকারের সহায়তার কথা স্বীকার করে ধন্যবাদ জানিয়ে আনন্দের কথা স্বীকার করেন।

১০ দিনব্যাপী মেলায় পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা গ্রহণ করা হয়েছে । বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম পিপিএম জানান, মাঘী পূর্ণিমার এই তিথিতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। গঙ্গাস্নান উপলক্ষে দেশ-বিদেশ থেকে লাখো ভক্তের সমাগম ঘটে। তিনি জানান, এই গঙ্গাস্নান উপলক্ষ্যে হরিঠাকুর বাড়ী এবং সমাধীনগর ঘাটে পুলিশ মোতায়েন থাকবে।

(ডিবি/এএস/ফেব্রুয়ারি ১০, ২০১৭)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test