E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বালিয়াকান্দিতে ভূমি সার্ভেয়ারের মিথ্যা প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন

২০১৭ ফেব্রুয়ারি ১৩ ১৪:৪৩:৩৩
বালিয়াকান্দিতে ভূমি সার্ভেয়ারের মিথ্যা প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার মোঃ আশরাফুল হকের বিরুদ্ধে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বিক্ষুব্ধ আমতালা বাজার ব্যবসায়ী ও এলাকাবাসী।

সোমবার বেলা ১০টা থেকে বালিয়াকান্দি সদর উপজেলার আমতলা বাজারে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ জাকির হোসেন, মোঃ রুহুল আমিন, মোঃ মুকুল মিয়া, আব্দুল আলীম প্রমূখ।
মানববন্ধন শেষে বক্তরা বলেন, সদর ইউনিয়নের মৃত খন্দকার রশিদের পুত্র খন্দকার আলী আজম আমতালা বাজার হতে মাঝিপাড়া সড়কটি অবৈধভাবে দখল করে রাতের অন্ধকারে পাকা ঘর উত্তোলনের চেষ্টা চালালে আমরা এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম রকির হায়দার ও উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করি।

অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি-অঃদাঃ) এইচ এম রকিব হায়দার অভিযোগটি প্রেক্ষিতে ৪জানুয়ারীতে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।

তারই পরিপ্রেক্ষিতে ২ ফেব্রুয়ারিতে সার্ভেয়ার মোঃ আশরাফুল স্বাক্ষরিত মনগড়া ও ঘটনাস্থলে না গিয়েই অদৃশ্য কারণে একটি মিথ্যা ও বানোয়াট তদন্ত প্রতিবেদন দাখিল করে।

উক্ত তদন্ত প্রতিবেদনে দেখা যায় সার্ভেয়ার মোঃ আশরাফুল হক আর এস ৩৮৬৫ নং দাগের ৩০ ফুট রাস্তার স্থলে ২১ ফুট এবং ৩৪০২ নং দাগের ৫০ ফুট রাস্তার স্থলে ২৩ ফুট রাস্তা দেখিয়েছে এবং সর্বসাকুল্যে ৪ ফুট রাস্তা গোলাম আজম কর্তৃক অবৈধ দখলে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেন। মূলত এখানে ১২-১৩ ফুট সরকারি রাস্তা অবৈধ রয়েছে। এরই মধ্যে এই বানোয়াট প্রতিবেদনে প্রতিবাদে আমরা এলাকাবাসী ৭ ফেব্রুয়ারিতে জেলা পরিষদের প্রশাসক ফকির আব্দুল জব্বার বরাবরে আমরা একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

এ ব্যাপারে বেলা সাড়ে ১২ টায় অভিযুক্ত সার্ভেয়ার মোঃ আশরাফুল হকের কর্মস্থলে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

(ডিবি/এএস/ফেব্রুয়ারি ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test