E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ী থেকে ভারতের উদ্দেশে ছেড়ে যাবে ওরশের বিশেষ ট্রেন

২০১৭ ফেব্রুয়ারি ১৪ ১৫:২৯:৫৯
রাজবাড়ী থেকে ভারতের উদ্দেশে ছেড়ে যাবে ওরশের বিশেষ ট্রেন

রাজবাড়ী প্রতিনিধি : ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ৩৩তম ও বড়পীর হয়রত আব্দুল কাদের জিলানী (আঃ) এর বিশ তম বংশধর হয়রত আল আব্দুল কাদের শাসুল কাদের সৈয়দ শাহ মোরশেদ আলী আদ কাদেরী আল হাসানী ওয়াল হুসাইনী আল বাগদাসী আল মেদিনীপুরী (আঃ) এর বার্ষিক পবিত্র ওরশ শরীফে যোগ দিতে প্রতি বছরের মত এবার রাজবাড়ী থেকে ভারতের মেদিনীপুরের উদ্দেশে ট্রেনটি ছেড়ে যাবে।

মঙ্গলবার রাত ১০টায় ২২টি বগি সম্বলিত বিশেষ ট্রেনটি রাজবাড়ী রেলস্টেশন থেকে ৮০ জন স্বেচ্ছাসেবক ও চিকিৎসক, ১১৪৫ জন পুরুষ, ৮৫৩ জন মহিলা ও ৮৫ জন শিশু সহ মোট ২১০০ জন যাত্রী নিয়ে ছেড়ে যাবে বলে জানিয়েছেন আঞ্জুমান ই কাদেরীয়ার সভাপতি কাজী ইরাদত আলী।

আগামী বৃহস্পতিবার দিবাগত রাতে মেদিনীপুরের মির্জা মহল্লায় অবস্থিত জোড়া মসজিদে অনুষ্ঠিত হবে ১১৬ তম বার্ষিক ওরশ শরীফ।

আঞ্জুমান ই কাদেরীয়ার সভাপতি কাজী ইরাদত আল জানান, বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে ১৯০২সাল থেকে ওরশ যাত্রীদের যাতাযাতের সুবিধার্থে এই বিশেষ ওরশ ট্রেন ছেড়ে যায়।

পবিত্র ওরশ শরীফ শেষে ১৮ ফেব্রুয়ারি বিশেষ ট্রেনটি রাজবাড়ী ফিরে আসার কথা।

(ডিবি/এএস/ফেব্রুয়ারি ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test