E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অসাধু সার ব্যবসায়ীকে জরিমানা

২০১৭ ফেব্রুয়ারি ১৫ ১৬:১১:১৯
অসাধু সার ব্যবসায়ীকে জরিমানা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : দুর্গাপুর পৌরশহরের মাছ বাজারের সাব ডিলার ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ হাজার টাকা জরিমানা করলেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোঃ মামনুর রশীদ।

বুধবার বেলা ১১ টার দিকে মাছ বাজারে সার ব্যবসায়ীর দোকানে এক কৃষককে প্রতি কেজি ইউরিয়া সার ১০৫টাকা দরে বিক্রি করার সময় হাতেনাতে ধরা পড়েন সার ব্যবসায়ী। এতে করে সরকারের প্রতি বস্তা সারের মূল্যে নির্ধারিত ৮শত টাকা করে বিক্রি করার কথা। কিন্তু অসাধু ব্যবসায়ী বিক্রি করছে ১হাজার ৫০টাকা দরে। কৃত্রিম ভাবে বাজারে সার নেই বলে বাড়তি দাম হাকিয়ে বিক্রি করা হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক বলেন, আমাদের চাহিদার তুলনায় সাপ্লাই কিছুটা কম তবে এরকমটা না যে, বাজারে সার নেই। এ উপজেলার ডিলাররা ইতিপূর্বে আশুগঞ্জ ফ্যাক্টরী থেকে মাল পেত কারখানা বেশ কিছুদিন বন্ধ থাকায় ঘোড়াশাল কারখানা থেকে মাল আনা হচ্ছে। তবে সরকারি পর্যায়ে মনিটরিং জোরদার রয়েছে, যাতে করে কৃষকদের কোন অসুবিধা না হয়।

(এনএস/এএস/ফেব্রুয়ারি ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test