E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মামলা করায় বিপাকে বিধবা পরিবার

২০১৭ ফেব্রুয়ারি ১৬ ১৭:২৬:০৩
মামলা করায় বিপাকে বিধবা পরিবার

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামে প্রতিপক্ষের অত্যাচারে অতিষ্ট হয়ে মদন থানায় মামলা করায় বিপাকে পড়েছে বিধবা পরিবার। ২একর ১০শতাংশ ভূমি প্রতিপক্ষ বাধা দেওয়ায় ধান চাষ থেকে বঞ্চিত হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দশ্রী গ্রামের শুক্কুর আলী, সেকিম, নিহাজ্জুল, হেলাল উদ্দিনগংদের সাথে দীর্ঘদিন ধরে খোকনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। গত বছর খোকন মারা গেলে এবছর এই পক্ষটি বিরোধপূর্ণ জমিটি দখল নিতে চায়। এই নিয়ে খোকনের স্ত্রী বিধবা বিউটি আক্তারের বর্গাচাষী একই গ্রামের বড্ডার লিটনের সাথে তাদের মারামারি হয়।

এ ব্যাপারে বিউটির দেবর রুবেল বাদী হয়ে ১৭জনকে আসামী করে মদন থানায় একটি মামলা দায়ের করে। এরই প্রেক্ষিতে বাদী বিবাদী এলাকার চেয়ারম্যান গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে থানায় বসে একটি শালিসী দরবার অনুষ্ঠিত হয়। দরবারে গোবিন্দশ্রী মৌজার ২৫০৯ দাগের ২একর ১০ শতাংশ ভূমির মধ্যে ভুলবশতঃ ১১ শতাংশ ভূমি প্রতিপক্ষের নামে বিআরএস হওয়ায় তা ফেরত ও নগদ ৩ হাজার টাকা দিতে বিধবার পরিবারকে নির্দেশ দেয়া হয়। এতে বিধবার পরিবার রায় মানলেও বিবাদীপক্ষ না মানায় বিষয়টি মিমাংসা হয়নি। বিবাদীদের দাবী ২৫০৯ দাগে তাদের কোন দাবী নাই। ২৫০৭ ও ২৫০৮ দাগে তাদের কয়েক কাঠা জমি দীর্ঘদিন ধরে ঐ পরিবারের লোকজন ভোগ দখল করে আসছে। এই জমি ফেরত না দিলে তাদের সাথে কোন আপোস নাই। মামলা নিষ্পত্তি না হওয়ায় ২৫০৯ দাগের ২১ কাঠা জমি বিবাদীরা চাষাবাদ করতে বাধা দেয়ায় এই ইরিবোর জমি পতিত রয়েছে।

বর্গাচাষী রিটন জানান, ২৫০৯ দাগের ২একর ১০শতাংশ ভূমি বিউটি আক্তার কাছ থেকে এক বছরের জন্য পত্তন নেই। কিন্তু বিবাদীপক্ষ জমি চাষাবাদ করতে দিচ্ছে না। তারা আমার সেচের সেলু মেশিনটি নিয়ে গেছে।

বিধবা বিউটি আক্তার জানান, আমার স্বামী জীবিত থাকাবস্থায় কেউ কোন জমি পাবে বলে দাবী করেনি। তার মৃত্যুর পর আমাদের সাথে অহেতুক মারধর করে বর্গাচাষীর সেচের সেলু মেশিন জোর করে নিয়ে যায়। ভুলবশতঃ বিআরএসএ ১১ শতাংশ ভুমির সংশোধনী মামলা করেছি। তারা আমাদের উপর নানাভাবে মানসিক অত্যাচার করছে।

বিবাদীপক্ষের হেলাল উদ্দিন জানান, ২৫০৯ দাগে আমাদের কোন আপত্তি নাই। কিন্তু খোকন দীর্ঘদিন ধরে ২৫০৭, ২৫০৮দাগের কয়েক কাঠা জমি জোরপূর্বক ভোগ দখল করছে। আমাদের জমি ফেরত দিলে তাদের সাথে আমাদের কোন বিরোধ নাই।

গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম ছদ্দু মিয়া জানান, বিষয়টি থানায় বসে মিমাংসা করেছিলাম। কিন্তু প্রতিপক্ষ না মানায় বিধবার জমি পতিত পড়ায় এক/দেড়শ মণ ধানের উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মারুফুজ্জামান জানান, মারামারি মামলাটির চার্জ সীট দুইএক দিনের মধ্যেই দাখিল করা হবে।

(এএমএ/এএস/ফেব্রুয়ারি ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test