E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বান্দরবানে তিন দিনব্যাপি বইমেলার উদ্বোধন

২০১৭ ফেব্রুয়ারি ২২ ১৬:৪৭:৫৩
বান্দরবানে তিন দিনব্যাপি বইমেলার উদ্বোধন

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে তিন দিনব্যাপি বইমেলার উদ্বোধন করা হয়েছে। ক্ষুদ্র নৃ গোষ্ঠি সাংস্কৃতিক ইনিষ্টিটিউট প্রাঙ্গনে আয়োজিত মেলায় প্রধান অতিথি হিসেবে বইয়ের মোড়ক উন্মোচন করে অমর একুশে মেলার উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈ হ্লা।

পরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনিষ্টিটিউট অডিটরিয়ামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, সদর জোন কমান্ডার লে. কর্ণেল মশিউর রহমান জুয়েল, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোঃ আলতাফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দিদারে আলম মোঃ মাকসুদ চৌধুরী, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু, জেলা পরিষদ সদস্য সিং ইয়ং ম্রো, লক্ষিপদ দাশ, ফিলিপ ত্রিপুরা, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।

উক্ত বইমেলায় জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা লেখকদের কবিতা, প্রবন্ধ এবং গল্পের বই প্রকাশিত হয়। মেলায় ২৭টি ষ্টল স্থান পায়। মেলা চালাকালীন প্রতিদিন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। আগামীকাল সন্ধ্যায় মেলা শেষ হবে।

(এএফবি/এএস/ফেব্রুয়ারি ২২, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test